Sonali Prantore (সোনালী প্রান্তরে) - Nachiketa Chakraborty | Hothat Brishti Lyrics



Sonali Prantore Song Is Sung by Nachiketa Chakraborty from Hothat Brishti Bengali Movie. Starring: Ferdous Ahmed And Priyanka Trivedi. Music Composed by And Sonali Prantare Lyrics In Bengali Written by Nachiketa Chakraborty.

Song Name: Sonali Prantore
Movie Name: Hothat Brishti (1998)
Vocal, Music & Lyrics: Nachiketa Chakraborty
Directed by: Basu Chatterjee
Produced by: Gramco Films & Ashirbad Chalachchitra
Label: G-Series

Sonali Prantore Song Lyrics In Bengali 

সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে...

বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে,
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে,
ভালোবাসা কত আশা, ছড়ানো এ বাতাসে
স্বপ্নমাখা মেঘের নকশা, ছড়ানো এ আকাশে,
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে..

আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতে'তে যেন থাকে ও সুজন তোমারই হাত,
ও আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতে'তে যেন থাকে ও সুজন তোমারই হাত,
উষ্ণ মরুর শুকনো বুকে, আঁকে বাতাস ছবি
দিবারাত্রি যেন কাব্য, লিখে যায় কোন সে কবি
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে,
সোনালী প্রান্তরে, ভ্রোমরার গুঞ্জরে।

সোনালী প্রান্তরে লিরিক্স  নচিকেতা চক্রবর্তী 

Sonali prantore bhromorar gunjore
Dokhina pobonete ondho abege
Thake na mon ghore
Sonali prantore vromorar gunjore
Bare bare jeno asi phire emon deshe
Ushno balir buke surjo jethay othen hese
Valobasha koto asha chorano e batase
Shopno makha megher noksha chorano e akashe
Shopno jorano mon cheye thake anukhon
Se kotha janay bare bare



    Post a Comment

    Previous Post Next Post