Bhul Korbo Na (ভুল করবো না) - Imran | Prince Mahmud Lyrics
Bhul Korbo Na Song Is Sung by Imran Mahmudul from Fera Bangla Natok. Starring: Manoj Pramanik And Samia Othoi. Music Composed by And Ar Bhul Korbo Na Lyrics Written by Prince Mahmud. Music Programmed by Syed Sujan. Mix & Mastered by Pavel Areen. This Is A Broken Love Relief And Recover Bengali Song.
Song: Bhul Korbo Na
Natok: Fera
Singer: Imran Mahmudul
Music, Tune & Lyrics: Prince Mahmud
Director: A R Menon
Label: G-Series
Bhul Korbo Na Song Lyrics In Bengali
আর ভুল করবো নানিজেকে অধিক ভালোবাসবো,
আর ভূল করবো না
নিজেকে নিয়ে ভালো থাকবো।
নিজের চেয়ে আপন আর
নিকট কাছের কেউ নেই,
নিজেকে সময় দেওয়ার
প্রতিটি অনুরননে,
এখানেই ডুবে ভাসবো।
আর ভুল করবোনা
নিজেকে অধিক ভালোবাসবো,
আর ভুল করবো না
নিজেকে নিয়ে ভালো থাকব।
জল-কাদা ময় এই পায়ের চিহ্ন গুলো
থেকে যাবে ভেবে নিয়েছিলাম,
না কিছু রয় সেই অবশেষ টুকু ধুলো
ভাবনা মধ্যে নিয়ে নিলাম।
যতটুকু ভালোয় ভালো থাকা যায়
নিজের জন্য থাক,
যতটুকু আলোয় আলো দেখা যায়
নিজের করে রাখবো।
আর ভুল করবো না
নিজেকে অধিক ভালোবাসবো,
আর ভুল করবোনা
নিজেকে নিয়ে ভালো থাকবো।
আর ভূল করবো না
নিজেকে নিয়ে ভালো থাকবো,
নিজের চেয়ে আপন আর
নিকট কাছের কেউ নেই,
নিজেকে সময় দেওয়ার
প্রতিটি অনুরননে,
এখানেই ডুবে ভাসবো।
আর ভুল করবো না লিরিক্স ইমরান প্রিন্স মাহমুদ
Ar Bhul Korbo Na,Nijeke odhik valobashbo
Aar vul korbo na
Nijeke niye bhalo thakbo
Nijer cheye apon ar
Nikot kacher keu nei
Nijeke somoy deowar protiti anuronone
Ekhanei dube vasbo
Ar Bhul Korbo Na,
Nijeke odhik bhalobashbo
Post a Comment