Jete Dao Amay Dekona  (যেতে দাও আমায় ডেকোনা) - Asha Bhosle Lyrics

Jete Dao Amay Dekona Song Is Sung by Asha Bhosle. Music Composed by Rahul Dev Burman And Song Lyrics In Bengali Written by Gauriprasanna Mazumder.

Song: Jete Dao Amay Dekona
Singer: Asha Bhosle
Music Director: R.D.Burman
Lyricist: Gauriprasanna Mazumder
Label: Saregama India Ltd

Jete Dao Amay Dekona Song Lyrics In Bengali 

যেতে দাও আমায় ডেকোনা,
যেতে দাও আমায় ডেকোনা
কবে কি আমি বলেছি মনে রেখোনা...
যেতে দাও আমায় ডেকোনা
কিছু বলবে কি?
না না না পিছু ডেকোনা...
যেতে দাও আমায় ডেকোনা।

তুমি ভরে নিও বাঁশি
ওগো সুর থেকে সুরে,
নয় চলে যাব আমি
শুধু দূর থেকে দূরে।
এই তাসেরই ঘর বেঁধে
তুমি ভেঙ্গে দিওনা, আ আ আ...
যেতে দাও আমায় ডেকোনা।

কাঁচেরই ঝাড়বাতি
নেভে সময় হলে,
প্রেম যে মোমের আলো
জ্বালায় শুধু জ্বলে, হায়।
প্রদীপেরই শিখায় পড়ে মরুক প্রজাপতি
হায় এমনি করে আসে
শুধু লাভ থেকে ক্ষতি,
এই হিসাবেরই খাতা
আর খুলে দেখোনা, আ আ আ...
যেতে দাও আমায় ডেকোনা,
কবে কি আমি বলেছি মনে রেখোনা..
যেতে দাও আমায় ডেকোনা...

যেতে দাও আমায় ডেকোনা লিরিক্স  আশা ভোঁসলে 

Jete dao amay deko na
Kobe ki ami bolechi mone rekho na
Kichu bolbe ki? na na pichu dekona
Tumi bhore niyo banshi
ogo sur theke sure
Noy chole jabo ami
Shudhu dur theke dure
Ei taseri ghor bedhe tumi venge diyo na

    Post a Comment

    Previous Post Next Post