Jhora Pata  (ঝরা পাতা) 

Singer Habib Wahid | Nancy
Jhora Pata Song Is Sung by Habib Wahid And Nancy. This Song Originally Recorded in 2012. Here is presenting to you all a Brand new Piano Version newly sung by Habib & Nancy in 2019. Jhora Pata Ure Jay Ahare Ki Mayay Lyrics written by Sharmin Sultana Sumi From Chirkutt Bangla Band.

Song Name: Jhora Pata
Singers: Habib Wahid & Nancy
Tune & Music: Habib Wahid
Lyrics: Sharmin Sultana Sumi
Video Production: HW Productions

Jhora Pata Song Lyrics In Bengali 

ঝরা পাতা উড়ে যায়
আহারে কি মায়ায়,
একা একা ফিরে দেখা, দক্ষিণ হাওয়ায়।

কিছু কি ছিলনা বলার
কিছু ধরে রাখবার,
অন্ধ বাঁধনে সে পথ চলার।
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে,
সন্ধ্যা তারা জ্বালেনা
কেউ আমার আকাশে।

ঝরা পাতা উড়ে যায়
আহারে কি মায়ায়,
একা একা ফিরে দেখা, দক্ষিণ হাওয়ায়।

ভেবো না আমায়
নিয়ে সুখেই আমি আছি
আঁধারে ভয় নেই আর।
তুমি কি এখনও তেমনই আছো
নাকি বিষন্ন আবার?

কিছু কি ছিলনা বলার
কিছু ধরে রাখবার,
অন্ধ বাঁধনে সে পথ চলার।
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে,
সন্ধ্যা তারা জ্বালেনা
কেউ আমার আকাশে।

ঝরা পাতা উড়ে যায়
আহারে কি মায়ায়,
একা একা ফিরে দেখা, দক্ষিণ হাওয়ায়।

ভালবাসার আর বলো ভালো কি আছে
সেই বারান্দাতে আজ।
পাশাপাশি এই সে হাত, লাজুক সে চোখ
আছে কি সেই আদরে।

কিছু কি ছিলনা বলার
কিছু ধরে রাখবার,
অন্ধ বাঁধনে সে পথ চলার।
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে,
সন্ধ্যা তারা জ্বালেনা
কেউ আমার আকাশে।

ঝরা পাতা উড়ে যায়
আহারে কি মায়ায়,
একা একা ফিরে দেখা, দক্ষিণ হাওয়ায়।

ঝরা পাতা উড়ে যায় লিরিক্স  হাবিব ওয়াহিদ, ন্যান্সি 

Jhora pata ure jaay
Ahare ki mayay
Eka eka fire dekha dokhin haway
Kichu ki chilo na bolar
Kichu dhore rakhbar
Ondho badhone se poth cholar
Aajo janala beye
Eki roddur pashe
Sondhya Tara jwalena
Keu Amar akashe




    Post a Comment

    Previous Post Next Post