Shopno Tomar Jonno  (স্বপ্ন তোমার জন্য) - Balam Lyrics

Shopno Tomar Jonno Song Is Sung by Balam from Bhubon Bengali Album. Same Song Is Used In Criminal Love Bangla Natok Song. Starring: Zaher Alvi And Ishana Adrija. Music Composed by Balam. Jege Thaki Ami jokhoni Lyrics Written by Jahid Pintu.

Song: Shopno Tomar Jonno
Album: Bhubon
Natok: Criminal Love
Vocal, Tune & Music: Balam
Lyrics: Jahid Pintu
Story: Fahrian Chowdhury Tonmoy
Directed by: Eagle Team
DoP: Rajon Romm
Edit: Imratul Islam
Color: Shamim Hossain
Label: Eagle Music

Shopno Tomar Jonno Song Lyrics In Bengali 

জেগে থাকি আমি যখনই
ছবি হয়ে ভাসো,
ঘুমিয়ে থাকি আমি যখনই
দূর থেকে কাছে ডাকো।
ঘুম ঘুম চোখে নেশা জাগাও
প্রেম জোয়ারে মাতাও,
চোখটা বুজলে স্বপ্ন আসে
স্বপ্নে আমার তুমি আসো।

কতনা দিবস-রজনী
ক্লান্ত পথিক আমি,
তোমার আশায় হেঁটে গেছি
দূর বহুদূর।

জেগে থাকি আমি যখনই
ছবি হয়ে ভাসো,
ঘুমিয়ে থাকি আমি যখনই
দূর থেকে কাছে ডাকো।

অকারণ কান্না যত
ঝরেছে তোমার পথে,
অশ্রু গড়িয়ে হয়ে গেছে
বেদনার মহাসিন্ধু।

জেগে থাকি আমি যখনি
ছবি হয়ে ভাসো,
ঘুমিয়ে থাকি আমি যখনি
দূর থেকে কাছে ডাকো।
ঘুম ঘুম চোখে নেশা জাগাও
প্রেম জোয়ারে মাতাও,
চোখটা বুজলে স্বপ্ন আসে
স্বপ্নে আমার তুমি আসো।

স্বপ্ন তোমার জন্য লিরিক্স বালাম 

Jege thaki ami jokhoni
Chobi hoye vaso
Ghumiye thaki ami jokhoni
Dur theke kache dako
Ghum ghum chokhe nesha jagao
Prem joware matao
Chokhta bujle shopno ashe
Shopne amar tumi asho




    Post a Comment

    Previous Post Next Post