Acho Naki Besh Lyrics (আছো নাকি বেশ) - Zahed Tanveer Song Lyrics


Acho Naki Besh Song Is Sung by Zahed Tanveer Bangla Song. Starring: Sinthia, Anonno, Ador And Alif Khan. Music Composed by Sahriar Rafat And Bengali Song Lyrics Written by Mehedi Hasan Limon.

Song Name: Acho Naki Besh
Singer: Zahid Tanveer
Lyric: Mehedi Hasan Limon
Music: Shahriar Rafat
Tune: Zahid Tanveer
Director: Saikat Reza
Dop: Bikash Saha
Edit: Rejaul Raju
Production: SR Film
Label: Central Music and Video [CMV]

Acho Naki Besh Song Lyrics In Bengali 

তুমি ভুলতে ভুলতে আমায়
মনে করো শুধু একবার,
আমি হাসতে হাসতে তোমার
কাছে ফিরে যাবো আবার।

আমি ভুল করেও তোমায়
ভালোবাসবো না,
আমি জোর করে তোমায়
কাছে ডাকবো না।

থাকো তুমি নিজের মতো
বুকে পুষে কষ্ট রাখি,
ফুরিয়ে গেছি প্রায় আমি
নিঃস্ব হতে আর কী বাকি?

আমি ভুল করেও তোমায়
ভালোবাসবো না,
আমি জোর করে তোমায়
কাছে ডাকবো না।

আছো নাকি অনেক বেশ
ভুল করে তোমায় ডাকি,
যত প্রেম দিয়েছো আমায়
তার বেশি ছিলো ফাঁকি।

আমি ভুল করেও তোমায়
ভালোবাসবো না,
আমি জোর করে তোমায়
কাছে ডাকবো না।

তুমি ভুলতে ভুলতে আমায়
মনে করো শুধু একবার,
আমি হাসতে হাসতে তোমার
কাছে ফিরে যাবো আবার।

আছো নাকি বেশ লিরিক্স জাহেদ তানভীর 

Tumi vulte vulte amay
Mone koro shudhu ekbar
Ami haste haste tomar
Kachhe phire jabo abar
Ami bhul koreo tomay
Valobasbo na
Ami jor kore tomay
Kache dakbo na
Thako tumi nijer moto
Buke pushe kosto rakhi
Phuriye gechi praay ami
Nissho hote aar ki baki


    Post a Comment

    Previous Post Next Post