Sokhi Go Amar Mon Vala Na (সখী গো ও আমার মন ভালা না)  Sultana Yeasmin Laila Lyrics



Sokhi Go Amar Mon Vala Na Folk Song Is Sung by Sultana Yeasmin Laila from Igloo Folk Station. Concept by Kamrul Hassan, Group CEO, Igloo Ice Cream, Dairy and Food Ltd. The same Song is Sung by Shilpi Biswas And Male Version Song Is Sung by Safwan Sabbir And Many Various Artists In Their Own Way.

Maimansingha Gitika : Sokhi Go Amar Mon Vala Naa
Singer: Sultana Yeasmin Laila
Show: Igloo Folk Station
Direction & Edit: Nur Hossain Hira
DOP : Prokash Sarkar, Lutfor Rahman, Jakir, Omar
Label: Rtv Music

Sokhi Go Amar Mon Vala Na Song Lyrics In Bengali 

আখ খেতে ছাগল বন্দি,
জলে বন্দি মাছ
হায়রে নারির কাছে পুরুষ বন্দি
ঘুরায় বারো মাস,
সখী গো.. ও আমার মন ভালা না,
সখী গো.. ও আমার মন ভালা না।
কালার সাথে পিরিত কইরা,
কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সখী গো.. ও আমার মন ভালা না,
সখী গো.. ও আমার মন ভালা না।

এক জাতের নারি আছে শুধুই পান খায়,
এক জাতের নারি আছে শুধুই পান খায়
আরে এই বাড়ির কথা লইয়া ঐ বাড়িতে লাগায়,
সখী গো.. ও আমার মন ভালা না।
কালার সাথে পিরিত কইরা,
কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সখী গো.. ও আমার মন ভালা না,
সখী গো.. ও আমার মন ভালা না।

যেই নারি গোসল কইরা চুল দিলো ঝাড়া,
যেই নারি গোসল কইরা চুল দিলো ঝাড়া
এক জামাই থাকতে তাহার হাজার জামাই খাড়া
সখী গো.. ও আমার মন ভালা না।
কালার সাথে পিরিত কইরা,
কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সখি গো ও আমার মন ভালো না,
সখী গো ও আমার মন ভালা না।

এক জাতের নারি আছে লম্বা কালো চুল,
হায়রে এক জাতের নারি আছে লম্বা কালো চুল,
সেই নারি বছর বছর ঘরে ফুটায় ফুল
সখী গো.. ও আমার মন ভালা না।
কালার সাথে পিরিত কইরা,
কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সোখি গো.. ও আমার মন ভালা না,
সোখি গো ও আমার মন ভালা না।

পিরিত যতন পিরিত রতন পিরিত বড়ই ল্যাড়া
হায়রে পিরিত যতন পিরিত রতন
পিরিত বড়ই ল্যাড়া,
হায়রে পিরিত কইরা মইরা গেছে
ময়মনসিংহের বেড়া
সখী গো.. ও আমার মন ভালা না,
সখী গো.. ও আমার মন ভালা না।
কালার সাথে পিরিত কইরা,
কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সখী গো.. ও আমার মন ভালা না,
আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ,
আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ
নারির কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস
সখী গো.. ও আমার মন ভালা না...

সখী গো ও আমার মন ভালা না লিরিক্স 

Akh khete chagol bondi
Jole bondi mach
Hayre narir kache purush bondi
Ghuray baro mash
Sokhi go o amar mon vala na
Sokhi go o amar mon bhala na
Kalar sathe pirit koiya sukh pailam na


    Post a Comment

    Previous Post Next Post