Today I will show you Tui Ki Amar Hobi Re Lyrics This song by Kona & Imran This song is Bangladeshi song Enjoy This lyrics And Shere your family friends and social media
Tui Ki Amar Hobi Re Song Lyrics
রাতের সব তারা আছেদিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?
মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে
তুই জীবন-মরন সবই রে...
তুই কি আমার হবি রে?
আমার পথটা চলে যায়, তোরই দিকে
চোখের কলম, শত কবিতা লিখে,
এই হৃদয়ের ভালোবাসা দিয়ে
সেই কবিতা শুধু তোকে নিয়ে।
চোখ ভোরে তুই, দেখ পড়ে তুই
প্রেম কবিতায় তোকে ছুঁই
তুই চিনে নে সে কবি রে ..
তুই কি আমার হবি রে?
রাতের সব তারা আছে
দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?
হৃদয় ক্যানভাসে মন রং মেখে মেখে
তোরই মুখ ছবি যাই নীরবে এঁকে,
সব ভালোলাগা মনে ছুঁয়েছে এসে
সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে।
মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে,
তুই দেখে নে সে ছবি রে..
তুই কি আমার হবি রে ?
রাতের সব তারা আছে
দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?
তুই কি আমার হবি রে লিরিক্স :
Raater sob tara achheDiner gobhire
Buker majhe mon jekhane
Rakhbo toke sekhane
Tui ki amar hobi re?
Mon bariye achi dariye
Tor hridoye gechi hariye
Tui jibon moron sobi re
Thanks for staying with us for a long time and visiting Tui Ki Amar Hobi Re Lyrics article. If you have any confusion or question about the তুই কি আমার হবি রে, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.
Post a Comment