Today I will show you Bethar Shohor Lyrics This song by Montu Pilot | Ishan Mitra. This song is Bangladeshi song Enjoy This lyrics And Shere your family friends and social media

Bethar Shohor Song Lyrics

এখনোকি বাকি কিছু রয়ে গেছে মাথা নিচু
শহরের সারারাত-ছায়া কুড়োবার,
তবুও কি বাকি কিছু রয়ে গেছে পিছুপিছু
অকারণ ছায়াদের ব্যথা জমাবার,
ছায়াদের নাম নেই আর শুধু
ব্যথার পাহাড়.
ব্যথার শহর জুড়ে ব্যথার পাহাড়
তবু কুড়ে খায় ছায়ার অন্ধকার,
বাকি থেকে যায় মৃত সভ্যতার
মাটির গভীরে ব্যথার আবিষ্কার.
এখনওকি বাকি কিছু, কিছু বাকি রয়ে গেছে
ছায়াপথে পিছু হারাবার,
শহরের গায়ে জমা তারাদের স্মৃতি শুধু
চেনা সব তোমার আমার,
বেথ্যারাও বহুদূর হেঁটে এসে একাএকা
আগুন পোহায় আলো নয়,
তুমি আমি শুধু ছায়া বহুকাল আগে জমা
মেঘেদের মুকাভিনয়।
ব্যথাদের নাম নেই শুধু ব্যথার পাহাড়
ব্যথার শহরে শুধু ব্যথার পাহাড়,
তবু থেকে যায় ময় জোছনা
বাকি থেকে যায়, ধ্বংসের ভেজা গায়
পরিযায়ী পাখিদের ডানার আবিষ্কার।

ব্যথার শহর লিরিক্স:

Ekhono ki baki kichu
Roye geche matha nichu
Shohorer sararaat chaya kurobar
Tobuo ki baki kichu
roye geche pichu pichu
Okaron chayader betha jomabar
Chayader naam nei aar shudhu
Bethar pahar
Beythar shohor jure beythar pahar
Tobu kure khay chayar andhokar 


Thanks for staying with us for a long time and visiting Bethar Shohor Lyrics article. If you have any confusion or question about the ব্যথার শহর, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.

    Post a Comment

    Previous Post Next Post