Today I will show you Toke Chai lyrics This song by Timir Biswas Lyrics This song is Indian song Enjoy This lyrics And Shere your family friends and social media
- Song Name: Toke Chai
- Movie: Teko
- Singer: Timir Biswas
- Lyricist: Ritam Sen
- Music: Savvy
- The story, Screenplay, and Dialogues: Abhimanyu Mukherjee
- DOP: Souvik Basu
- Editor: Rabiranjan Maitra
- Presenter: Nispal Singh
- Produced by: Surinder Films Pvt.Ltd.
Toke Chai Song Lyrics In Bengali
খামখেয়ালি চিন্তারা
তোর নেশাতে দেয় সাড়া,
বেহিসাবি মন ও মেজাজে
তোর খেয়ালে পথ হারাই।
একমুঠো আবিরের লালে
হৃদয়ের লুটতোরাজ,
উড়তে চায় তোকে পেলে সে
আদরেরই পক্ষীরাজ।
রাঙা পলাশের, যদি ডাক আসে
তোর আকাশে ভেসে যাই,
আলো আঁধারে, নীল পাহাড়ে
পাতা বাহারে তোকে চাই, তোকে চাই।
একপলকে সব হারিয়ে যাবে
তোর নোলোকে চোখ জুড়িয়ে যাবে,
অন্য মনে ওড়না উড়ে যাবে তোর।
স্কুল পালানো গল্প গুলো তোরই
খুনসুটিতে হাসবে ইচ্ছে ইচ্ছেতরী
কোলকাতাতে নামবে যাদুকরি ভোর।
একফালি রোদ্দুরের রঙে
আহ্লাদের কারুকাজ,
আসমানী পশমের সুতো
দু'চোখ মেলেছে স্বপ্নে আজ..
এলোমেলো দিন, ঠিকানা হীন
তোর গন্ধে লীন হয়ে যাই,
আলো আঁধারে, নীল পাহাড়ে
পাতা বাহারে তোকে চাই, তোকে চাই।
তোকে চাই লিরিক্স টেকো
Khamkheyali chintara
Tor neshate dey sara
behisebi mon o mejaje
Tor kheyale poth harai
Ranga polasher jodi daak ashe
Tor akashe vese jai
Aalo andhare nil pahare
Pata bahare toke chai, toke chai
Thanks for staying with us for a long time and visiting Toke Chai lyrics article. If you have any confusion or question about the তোকে চাই, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.
Post a Comment