Today I will show you Amar lyrics This song by Samz Vai Bangla Song Lyrics This song is Bangladeshi song Enjoy This lyrics And Shere your family friends and social media
Song: Amar
Vocal, Music & Tune: Samz Vai
Music: Ankur Mahamud
Story & Directed by: Eagle Team
DOP: Rajon Romm
Edit & Color: Shamim Hossain
Produced by: Kachi Ahmed
Label: Eagle Music
Amar Song Lyrics In Bengali :
তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের শুকতারা
তাই রাত জাগিয়ে মনের সুখে দেই যে পাহারা,
তুমি আমার কাছে শিশির ভেজা সোনালী সকাল
তোমায় একনজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল।
তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজার ধন
শত বাধা ডিঙ্গায় পাইছি তোমায় মনের মতো মন,
আমার মনের জোছনা আমি কাউকে দেবোনা
তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানোনা,
যতই করো বাহানা তোমায় যেতে দিবো না
আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না।
তোমার মিষ্টি ওই চুলের সুবাস ভালোলাগে খুব
বড়ো ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে ডুব,
আমার মন যে মানে না, আর দূরে থেকো না,
আমার মন যে মানে না, আর দূরে থেকো না
আমার পরান'পাখি তুমি বীণে থাকে আনমনা।
আমার মনের জোছনা আমি কাউকে দেবো না
তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানোনা,
যতই কর বাহানা তোমায় যেতে দিবো না
আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না।
তোমায় একপলক দেখলে এ মন রয় না আমার ঘরে
সে ছটফটাইয়া ঘুইরা বেড়ায় কি জানি কি করে,
আমি কিছুই জানি না, তুমি কেন আসো না,
আমি কিছুই জানি না, তুমি কেন আসো না,
আমার আমার কাছে আঁধার ঘরের আলোরই বন্যা।
আমার মনের জোছনা আমি কাউকে দেবো না
তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না,
যতই কর বাহানা তোমায় যেতে দিবো না
আমি পাগোল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না।
আমার মনের জোছনা লিরিক্স
Tumi amar kache futfute oi raater shukhtara
Tai raat jagiya moner sukhe dei je pahara
Tumi amar kache shishir veja sonali sokal
Tomay eknojore dekhiya ami hoye jai matal
Amar moner jochona ami kauke debo na
Tomay gaitha rakhchi moner majhe nijeo jano na
Jotoi koro bahana tomay jete debo na
Ami pagol hoye ghurbo tobu pichu charbo na
Thanks for staying with us for a long time and visiting Samz Vai Bangla Song article. If you have any confusion or question about the Amar lyrics, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.
Post a Comment