Tomay Hrid Majhare Rakhbo Lyrics

Today I will show you Tomay Hrid Majhare Rakhbo Lyrics This song by Shreya Ghoshal This song is Bangladeshi song Enjoy This lyrics And Shere your family friends and social media 
Tomay Hrid Majhare Rakhbo Lyrics 

ওরে ছেড়ে দিলে সোনার গৌর
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আমরা আর পাব না, আর পাব না।

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাবো না না না, আর পাবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ভূবনো মোহনো গোরা...
কোন মণিজনার মনোহরা (x2)
মণিজনার মনোহরা।
ওরে রাধার প্রেমে মাতোয়ারা
চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা
ধূলায় যাই ভাই গড়াগড়ি।
যেতে চাইলে যেতে দেবো না, না না না।
যেতে চাইলে দেবো না না না যেতে দেবো না।
তোমায় হৃদয় মাঝে,
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

যাবো ব্রজের কুলে কুলে..
যাবো ব্রজের কুলে কুলে
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
মাখবো পায়ে রাঙ্গাধুলি।
ওরে পাগল মন...
যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধুলি
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে।
চলে গেলে, চলে গেলে যেতে দেবো না,
না না, যেতে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

যে ডাকে চাঁদ গৌর বলে
ওগো ভয় কিগো তার ব্রজের কুলে (x2)
ভয় কি তার ব্রজের কুলে।
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে
চরন ছেড়ে দেবো না না না ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে,
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাব না না না আর পাব না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

তোমায় হৃদ মাঝারে রাখবো লিরিক্স :


Tomay hrid majhare rakhbo chere debo na
Tomay hrid majhare rakhibo chere debo na
Ore chere dile sonar gour ar pabo na
Khepa chere dile sonar gour ar pabo na

Bhubono mohono gora
Kon moni jonar mono hora
Ore radhar preme matowara
Chand gour amar
radhar preme matowara
Dhulay jay bhai gora-gori
Jete chaile jete debo na

Jabo brojer kule kule
Amra makhbo paaye ranga dhuli
Ore noyonete noyon diye rakhbo tare
chole gele jete debo na na na.



Thanks for staying with us for a long time and visiting tomay Hrid Majhare Rakhbo Lyrics' article. If you have any confusion or question about the তোমায় হৃদ মাঝারে রাখবো, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.

1 Comments

  1. hey ! its really a nice song. one of my fav song . I've been searching this song lyric for long time Tomay Hrid Majhare Rakhbo Lyrics its really helpful though thanks for sharing

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post