Coffee Houser Sei Addata Aaj Aar Nei

Today I will show you Coffee Houser Sei Addata Aaj Aar Nei Lyrics This song by Manna Dey This song is Indian song Enjoy This lyrics And Shere your family friends and social media
Song Name Coffee Houser Sei Addata Aaj Aar Nei
Coffee House Cover by Bohubrihi Band :
Vocal: Anik Antar
Cujon: Tushar Hossain
Guitar: Rakib Mejba
Directed By: Hasib Shakil
Cinematography: Zayed Hossain
Edited by: Tanjidul Hossain 
Singer - Manna Dey

Coffee Houser Sei Addata Lyrics In Bangla:

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই...

নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে
গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে
জীবন করে নি তাকে ক্ষমা হায়

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই...

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখ্ পতি স্বামী তার
হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে
গাড়ীবাড়ী সবকিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে
নির্বাক শ্রোতা হয়ে
ডিসুজাটা বসে শুধু থাকতো

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই...

একটা টেবিলে সেই তিন চার ঘন্টা
চারমিনারটা ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই...

কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হোল না কোথাও ছাপা
পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোশালে অ্যামেচার নাটকে
রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ
কি লিখেছে তাই শুধু পড়তো

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই...

সেই সাত জন নেই
আজ টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা অজোও খালি নেই
একই সে বাগানে আজ
এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালী নেই

কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কত জন এল গেলো
কতজনই আসবে
কফি হাউসটা শুধু থেকে যায়

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই..

কফি হাউসের সেই আড্ডাটা লিরিক্স মান্না দে : 

Coffee houser sei adda-ta aaj ar nei
aaj aar nei
Kothay hariye gelo sonali bikel gulo sei 
aaj aar nei
La lala la la..
Nikhilesh parishe moydul dhaka-te
Nei tara aaj kono khoborer
Grander guiterist goyaniz disouza
Ghumiye ache je aaj kobore
Kake jeno valobeshe aghath peye je seshe
Pagla garode ache roma roy
Amalta bhugche duronta cancer-e
Jibon koreni take khoma hay
Thanks for staying with us for a long time and visiting Coffee Houser Sei Addata Aaj Aar Nei Lyrics article. If you have any confusion or question about the কফি হাউসের সেই আড্ডাটা, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.

    Post a Comment

    Previous Post Next Post