Today I will show you Bhalobeshe Chole Jeyo Na Lyrics This song by James Bangla song This song is Bangladeshi song Cover version Song is Sung by Noble Man. Written by Lucky Akhand.
Song : Bhalobeshe Chole Jeyo Na
Album : Bitrishna Jibone Amar
Singer : James
Lyrics & Tune : Lucky Akhand
Cover by : Noble Man
Bhalobeshe Chole Jeyo Na Song Lyrics In Bangla :
ভালোবেসে চলে যেওনা
ভালোবেসে চলে যেতে নেই,
পথ ছেড়ে যেতে পারো দূরে..
অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও ফিরে ফিরে,
জোছনার দীপালিতে ব্যাথাগুলো
জোছনার দীপালিতে ব্যাথাগুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যাথা নেই।
ভালোবেসে চলে যেওনা
ভালোবেসে চলে যেতে নেই।।
সবুজের কাছে সমঝতা ছিঁড়ে এসেছিল ঝড়
শাখা প্রশাখার সাথে
ঝরে গেছে অবুঝ পাতা..
তবু শেকড়ের মায়া জালে
রয়ে গেছে সে রয়ে গেছে সে,
সূর্যের আদরে ব্যাথাগুলো,
সূর্যের আদরে ব্যাথাগুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যাথা নেই।
ভালোবেসে চলে যেও না
ভালোবেসে চলে যেতে নেই।।
সেই বয়ে যাওয়া সাগরের
ঝরে যাওয়া সবুজের প্রেম ছুঁয়ে,
পাখিদের ডানায় ভেসে
ফিরে আসো, ফিরে আসো,
যেখানে তোমার আমি সেই।
ভালোবেসে চলে যেওনা
ভালোবেসে চলে যেতে নেই,
পথ ছেড়ে যেতে পারো দূরে..
অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও ফিরে ফিরে,
জোছনার দীপালিতে ব্যাথা গুলো
জোছনার দীপালিতে ব্যাথা গুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যাথা নেই।
ভালোবেসে চলে যেওনা
ভালোবেসে চলে যেতে নেই।।
ভালোবেসে চলে যেওনা লিরিক্স জেমস :
Valobeshe chole jeyo na
Valobeshe chole jete nei
Poth chere jete paro dure
Obhimane debe pari purota sagor
Dheuye Dheuye godhulite seo phire phire
Jochonar dipalite betha gulo
Muche geche aar jeno nei nei
Muche geche aar jeno betha nei
Valobeshe chole jeona
Bhalobeshe chole jete nei
Thanks for staying with us for a long time and visiting Bhalobeshe Chole Jeyo Na Lyrics article. If you have any confusion or question about the James Bangla song, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.
Post a Comment