Today I will show you Seshbarer Moto Toke Chai Lyrics This song by Pragya Dutta This song is a Bangladeshi song Music Composed by And Song Lyrics In Bengali Written by Pratik Kundu. Music Arrangements Dipesh Chakraborty. Song Mix & Master by Gautam Debnath.
Song : Seshbarer Moto Toke Chai
Singer : Pragya Dutta
Music & Lyrics : Pratik Kundu
Director : Krish Bose
DOP : Subhajit Sil
Edit & Color : Sanjoy Dasgupta
Producer : The Bong Media
Chief AD : Supayan Das
Calligraphy : Poulami Ghosh
Label : The Bong Studio
Seshbarer Moto Toke Chai Song Lyrics In Bangla :
যদি ভেজা চোখ অনুরোধ
রাখে আজ পিছুটানে বারবার,
খুব আবেগে জড়ানো
রঙচটা বেমানান উপহার।
স্মৃতি ধংসস্তুপে বয়ে যাওয়া নিথর ওই
নদী টার কাছে,
শেষবারের মতো তোকে চাই।
স্মৃতির কবর খুঁড়ে
রেখে যায় ভালোবাসা
একলা নীরবে দূরে
পেতে চায় ভালোবাসা।
আজও জানি আমি অভিমানী ইচ্ছে রা
ফিরবে না ঘরে আর,
চেনা মুহুর্ত ভীড়ে দুরত্ব বেড়ে
যোগাযোগ মুছে যাবে সবই তার।
তবু স্মৃতিপথে দেখা হলে
চেনা কোনো আদর ছুঁয়ে
শেষবারের মতো তোকে চাই।
যদি ভীড়ের মাঝে শূন্য লাগে
জেনে রেখো সবার আগে
খবর পাবো আমি,
আজ সাজলে শহর তোমার সাজে
ভোরের পাখি জাগার আগে
খবর পাবো আমি।
আমি হাসি মুখে ভেজা চোখে
করে যেতে পারি আজও অভিনয়,
ব্যথা জমে থাকে তোকে নিয়ে লেখা গানে
সুরে আর কবিতায়।
মৃত ভালোবাসা তবু কেন অভ্যাসে
জমে থাকা অধিকার,
শেষবারের মতো তোকে চাই,
শেষবারের মতো তোকে চাই।
শেষবারের মতো তোকে চাই লিরিক্স :
Jodi veja chokh anurodh
Rakhe aaj pichutaane barbar
Khub abege jorano
Rongchota bemanan upohar
Smriti dhongshostupe boye jaowa
Nithor oi noditar kache
Sheshbarer moto toke chai
Thanks for staying with us for a long time and visiting Seshbarer Moto Toke Chai Lyrics article If you have any confusion or question about the শেষবারের মতো তোকে চাই লিরিক্স, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.
Post a Comment