Today I will show you Radha Lyrics. This song by Iman Chakraborty & Shovan Ganguly Lyrics This song is Bangladeshi song Enjoy This lyrics And Shere your family friends and social media
| Singer | Iman Chakraborty & Shovan Ganguly |
| Music | Bickram Ghosh |
| Song Writer | Sugato Guha |
Radha Song Lyrics In Bangla
আমি রাধার মতো কলঙ্ক যে চাই,
আমি রাধার মতো কলঙ্ক যে চাই ,
রং মশালের আগুন মেখে
সূর্য হয়ে যাই,
রং মশালের আগুন মেখে
সূর্য হয়ে যাই,
দাফন হবো তোর সাথে
তাই কাফন খুঁজে যাই,
রাধার মতো কলঙ্ক যে চাই,
আমি রাধার মতো কলঙ্ক যে চাই।
চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে তুই আমার অহংকার।
দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির
দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির,
হয়রান সে আর পায়না যে তীর
হয়রান সে আর পায়না যে তীর।
তোকে পাবো কি পাবো না আর
মন জ্বলে পুড়ে একাকার,
তোকে পাবো কি পাবো না আর
মন জ্বলে পুড়ে একাকার,
রং মশালের আগুন মেখে
সূর্য হয়ে যাই,
রাধার মতো কলঙ্ক যে চাই।
চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে তুই আমার অহংকার।
রাধা লিরিক্স অসুর
Ami radhar moto kalanka je chai
Rong moshaler agun mekhe
Surjyo hoye jai
Chena sur ektara te bajlo je abar
Morechi tor haate tui amar ahonkar
Doriyay vase aaj kon mushafir
Hoyran se aar payna je teer
Toke pabo ki pabo na aar
Mon jwole pure ekakar

Post a Comment