Rangabati lyrics
Today I will show you Rangabati lyrics. This song by Surojit Chatterjee & Iman Chakraborty This song is Bangladeshi song Enjoy This lyrics And Shere your family friends and social media
Singer Surojit Chatterjee & Iman Chakraborty
Singer Prabhudatta Pradhan
Music MAN | MANALI | NIGEL | OM | DEVLINA |
Song Writer Mitrabhanu Gauntia Or Surojit Chatterjee


Rangabati Song Lyrics 

ও রঙ্গবতী রে রঙ্গবতী
আরে রঙ্গবতী রঙ্গবতী কনকলতা
হসি পদে কোহন কথা।
হায় গো লাজে লাজে, লাজে লাজে
হে লাজে লাজে, লাজে লাজে,
লাজে লাজে নাই জাউছে মাথা মোর
নাই করো, নাই করো অথা।

ও রঙ্গবতী রে রঙ্গবতী,
ও রঙ্গবতী রে রঙ্গবতী
রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে
হাবুডুবু তোমারি কথায়।

হায় গো লাজে, লাজে লাজে,
হায় গো লাজে, লাজে লাজে
হায় লাজে লাজে মরে রই রসিক নাগর
মোর নাই কোনো নাই কোনো ব্যথা।

স্বপন দিলে স্বপন, স্বপন আমার দিলে স্বপন
রূপে তোমার মরি বাঁচি বক্ষ জুড়ে হাহাকার
রঙ্গবতী, রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী
ও রঙ্গবতী রে রঙ্গবতী।

প্রিয়া প্রিয়ার নোলক, হাতে কাঁকনও
মন বিহঙ্গনও আমার জীবনও
ধুলায় উড়ি যায় রে,
প্রিয়া প্রিয়ার নোলক, হাতে কাঁকনও
মন বিহঙ্গনও আমার জীবনও
ধুলায় উড়ি উড়ি উড়ি যায় রে।

মুখে কোনো কথা নাই যে গো,
মুখে কোনো কথা নাই যে গো
মুখে কোনো কথা নাই শুধু আকারে সাকারে
আঁখির বাহারে সরিষা ক্ষেতে দুইজন গো,
মন আকারে সাকারে আঁখির বাহারে
সরিষা ক্ষেতে বসে গো।

ডুবে ডুবে ডুবে আমার অন্তর পুড়িল,
ডুবে ডুবে ডুবে আমার অন্তর পুড়িল
কুহু কুহু ডাকে আমার বুকের মাঝে হয় তোলপাড়।

রঙ্গবতী, রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী
ও রঙ্গবতী রে রঙ্গবতী।
হায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে
হাবুডুবু তোমারি কথায়।
হায় গো লাজে, লাজে লাজে,
হায় গো লাজে, লাজে লাজে
হায় লাজে লাজে মরে রই রসিক নাগর
মোর নাই কোনো নাই কোনো ব্যথা।
আরে রঙ্গবতী রঙ্গবতী কনকলতা
হসি পদে কোহন কথা।

ও রঙ্গবতী লিরিক্স :

O rongoboti re rongoboti
Aare rangaboti rangoboti konoklota
Hosi pode kohono kotha
Hay go laje laje lai jauche matha mor
Nai koro kotha
O rangabati re rangabati
Ronggoboti rongila ontore
Habudubu tomari kothay


Thanks for staying with us for a long time and visiting Rangabati lyrics article. If you have any confusion or question about the রঙ্গবতী, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.

    Post a Comment

    Previous Post Next Post