Jege Jege Lyrics
Today I will show you Jege Jege Lyrics. This song by Shreya Ghoshal  This song is Bangladeshi song Enjoy This lyrics And Shere your family friends and social media
Singer Shreya Ghoshal
Music Joy Sarkar
Song Writer Srijato

Jege Jege Song Lyrics 

জেগে জেগে কত পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত,
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না
আজ রাতে নানা না না.

ঠোঁটের শহর আদর সৈন্যে যেতে
সম্মোহনের সময় হয় না মিথ্যে,
চেনা মোমদানে নিজেকে রেখেছি নিজে
জলে নয় চোখ অপেক্ষা লেগে ভিজে।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না
আজ রাতে.

দুজনের মাঝে সেলাই দাগের সুতো
স্মৃতি বলে দেয় দুঃখ কিভাবে ছুঁতো,
ছুঁয়ে দেখো তুমি এখনো কাঁপছে পাতা
আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা।
হো.. আজ রাতে চলে যেও না,
যেও না, যেও না, আজ রাতে ..

এসো একবার শরীরের পথে পথে
ঘুরে দেখে নি কত অঘটন ঘটে,
মরে যেতে পারি সহজে এতো চাওয়া
বেঁচে নেবো বলে পাশাপাশি হেঁটে যাওয়া।
আজ রাতে চলে যেও না, যেও না, যেওনা
আজ রাতে...

জেগে জেগে কত পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত,
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না
আজ রাতে.. নানা না না.

জেগে জেগে লিরিক্স - শ্রেয়া ঘোষাল 

Jege jege koto par kore deoya raat
Aaro kebar mutho moddhe haat
Tomake cheyechi chena rastar moto
Shorire shorir mon tobu okhotto
Aaj raate chole jeo na.

Thanks for staying with us for a long time and visiting Jege Jege Lyrics article. If you have any confusion or question about the জেগে জেগে, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.

    Post a Comment

    Previous Post Next Post