Tor Dekha Naire  (তোর দেখা নাইরে) 

Tor Dekha Naire  (তোর দেখা নাইরে) - Kaktarua Band Lyrics

Singer Kaktarua Band
Tor Dekha Naire Song Is Sung by Akib, Sakib And Naim from Kaktarua Bangla Band. Tor Dekha Nai Re Lyrics Written by Akib.

Song : Tor Dekha Naire
Singers : Akib, Sakib & Naim
Lyrics & Tune : Akib
Guitar : Akib, Naim & Anayet
Cajon & Ukulele : Rakib & Sakib
Band : Kaktarua

Tor Dekha Naire Song Lyrics In Bengali 

সুখের সাথে আড়ি আমার দুঃখের সাথে বাস,
দুঃখে দুঃখে পার হইয়া যায় আমার বার মাস,
পথে পথে ঘুরি আমি তোর দেখা নাই,
কোথায় গেলে বলনা সখী তোর দেখা পাই?

নিঠুর বন্ধু কাইড়া নিলি এই হৃদয়ের সুখ,
বিষের আগুন জ্বলে আমার ছাই হইয়া যায় বুক,
হায়রে একবারও কি এখন আমায় মনে পড়েনা?
তোরে ছাড়া একলা একা আর প্রানে সয়না,
নাইরে নাইরে তোর দেখা নাইরে,
দিবানিশি খুইজা বেড়াই তোর দেখা নাইরে।

কোন কারনে বন্ধু তুই করলি অভিমান?
সেই যে গেলি ফিরলিনা তুই এতোরে পাষান,
রঙ বেরঙের স্বপ্নে আমার মন টা মজাইয়া,
এখন কেন গেলি রে তুই আমায় ভুলিয়া?

প্রেম জোয়ারে কোন কারনে আমায় ভাসাইলি?
তবে মাঝ নদীতে আইসা কেনো নৌকা ডুবাইলি?
স্রোতে স্রোতে ভাইসা বেড়াই কূল কিনারা নাই,
কোথায় গেলে বলনা সখী কূল কিনারা পাই?

নিঠুর বন্ধু কাইড়া নিলি এই হৃদয়ের সুখ,
বিষের আগুন জ্বলে আমার ছাই হইয়া যায় বুক,
হায়রে একবারও কি এখন আমায় মনে পড়েনা?
তোরে ছাড়া একলা একা আর প্রানে সয়না।

সুখের সাথে আড়ি আমার দুঃখের সাথে বাস,
দুঃখে দুঃখে পার হইয়া যায় আমার বার মাস,
পথে পথে ঘুরি আমি তোর দেখা নাই,
কোথায় গেলে বলনা সখী তোর দেখা পাই?

তোর দেখা নাইরে লিরিক্স কাকতাড়ুয়া ব্যান্ড 

Sukher sathe aari amar
dukher sathe bash
Dukhe dukhe par hoiya jaay
Amar baro mash
Pothe pothe ghuri ami tor dekha nai
Kothay gele bolna sokhi tor dekha pai?




    Post a Comment

    Previous Post Next Post