Tui Ami Chol  (তুই আমি চল) 

Tui Ami Chol  (তুই আমি চল) - Imran | Anisha | Shakib Khan Lyrics
Singer Imran | Anisha | Shakib Khan
Tui Ami Chol Song Is Sung by Imran And Anisha from Shahenshah Bengali Movie. Starring: Shakib Khan And Rodela Jannat. Music Composed by Imran mahmudul And Bengali Song Lyrics Written by Snahasish Ghosh.

Song: Tui Ami Chol
Movie: Shahenshah
Singer: Imran mahmudul & Anisha
Tune & music: Imran mahmudul
Lyrics: Snahasish Ghosh
Director: Shamim Ahamed Roni
Choreographer: Baba Yadav
Label: Unlimited Audio Video

Tui Ami Chol Song Lyrics In Bengali 

তুই আমি চল,
এক সাথে দল বেঁধে ঘুরি
স্বপ্নের নীলাচল,
ভালোবাসার ফুল তোকে দেবো আমি তুলে
আসবে প্রেমের আলো মনের দ্বার দে খুলে।

তোর হাসিতে তোকে ঘেরা চারপাশ
আলোকিত হয়ে থাকে বারোমাস,
তুই যে মানুষ'রূপী এক পরী
তোর তুলনা কার সাথে যে করি।

খুবই আছি আমি রাজি
তোর সাথে পথ চলতে যে আজিই,
ভালোবাসার ফুল তোকে দেবো আমি তুলে
আসবে প্রেমের আলো মনের দ্বার দে খুলে।

খোলা চুলে প্রিয় ফুলে যখন যাস
ওঠে তখন কেঁপে বুকের বাঁ-পাশ,
দেখি তোকে অবাক দু'চোখে
চাঁদ-কপাল পেয়েছি যে তোকে।

এই হৃদয়ে যাই যে বয়ে
অচেনা ঝড়তে না থামলে,
ভালোবাসার ফুল তোকে দেবো আমি তুলে
আসবে প্রেমের আলো মনের দ্বার দে খুলে।

তুই আমি চল লিরিক্স  ইমরান, আনিসা 

Tui ami chol eksathe dol
bedhe ghuri Shopner nilachol
Valobashar ful toke debo ami tule
Ahbe premer aalo moner swar de khule




    Post a Comment

    Previous Post Next Post