Mittha Bolar Sovab (মিথ্যা বলার স্বভাব) - Akash Mahmud Lyrics
Mittha Bolar Sovab Song Is Sung by Akash Mahmud. Starring : Taufique Shuvo, Ruhi Afroz And Shagor Mirza. Music Composed by Akash Mahmud And Miththa Bolar Shovab Lyrics In Bengali Written by Johurul Islam Joni. Mittha Bolar Sobhab Female Version Song is SUng by Nusrat Shifa.
Song: Miththa Bolar Shovab
Vocal, Tune Music: Akash Mahmud
Lyrics: Johurul Islam Joni
D.O.P & Direction: Alinur Asik Bhuyain
AD: Jahir Rayhan
Edit & Color: Shahed
Label: Uro Communication
Mittha Bolar Sovab Song Lyrics In Bengali
তোর রক্তে মিইশা গেছে মিথ্যা বলার স্বভাবকোন দোষেতে ছাইড়া গেলি
দিবি কি তার জবাব?
তোর রক্তে মিইশা গেছে মিথ্যা বলার স্বভাব
কোন দোষেতে ছাইড়া গেলি
দিবি কি তার জবাব?
বুকের ভেতর অনল আমার
ভাটার মতন জ্বলে রে,
তোর কারনে চোখ দুটি হায়
মোমের মতন গলে।
চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ,
আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ।
ভালোবাসার মন্দা এখন আমার অন্তরে
তোর মনেতে ভালোবাসা উথলাইয়া পড়ে,
ঘরের ভিতর ঘর বানাইলি আমায় করে পর,
তোর অভাবে উঠলো জাইগা মন নদিতে চর।
বুকের ভেতর অনল আমার
ভাটার মতন জ্বলে রে,
তোর কারনে চোখ দুটি হায়
মোমের মতন গলে।
চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ,
আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ।
কোনো দিনও মনের ঘরে দিবো নাকো তালা
তোর জন্য চিরদিনই মনের দুয়ার খোলা,
ছাতক পাখির মত মনটা ভাবে নয়-ছয়
একসাথে ঘুমাবো বলে আজ জেগে রয়।
বুকের ভেতর অনল আমার
ভাটার মতন জ্বলে রে,
তর কারনে চোখ দুটি হায়
মোমের মতন গলে।
চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ,
আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ।
মিথ্যা বলার স্বভাব লিরিক্স আকাশ মাহমুদ
Tor rokte misha gechemittha bolar sovab
Kon doshete chaira geli
dibi ki tar jobab
Buker vetor anol amar
Vatar moton jwole re
Tor karone chokh duti haay
Momer moton gole
Chailam tor alote porosh diya geli daag
Amar theke tore tui koira nili vaag
Post a Comment