Kaacher Bhromor Lyrics (কাছের ভ্রমর) - Moitry Chakraborty Lyrics
Kaacher Bhromor Song Is Sung by Moitry Chakraborty from The Bong Studio Originals. Music Composed by And Kacher Bhromor Lyrics Written by Pijush Das. Music Arrangements, Mix & Master by Dipesh Chakraborty.
Song Name: Kaacher Bhromor
Singer: Moitry Chakraborty
Additional Vocal: Pijush Das
Music & Lyrics: Pijush Das
Director: Krish Bose
Producer: The Bong Media
Edit & Color: Sanjoy Dasgupta
DOP: Subhajit Sil
Chief AD: Supayan Das.
Label: The Bong Studio
Kaacher Bhromor Song Lyrics In Bengali
আমার মনের ক্ষতউঠবে কি আর সেরে?
বন্ধু রে মোর, কাছের ভ্রমর,
কবেই গেছে ছেড়ে।
আমার নামেই যত
প্রাণের কথা সেরে,
বন্ধু রে মোর, কাছের ভ্রমর,
কবেই গেছে ছেড়ে,
কবেই গেছে ছেড়ে।
মন পিছু ফিরে তার কাছে যাবে,
সে তো জানেই, আমায় পাশে পাবে,
সে তো ডাকলোনা, পাশে থাকলোনা,
তাকে বোঝাই কিভাবে?
মনে'মনে সে কি চাইতো আমাকে?
একাকী সে আজও কার ছবি আঁকে?
মন জানল না, বাধা মানল না,
হারিয়েছি তাকে।
পুরনো অভ্যেসে, সবাই ফিরে আসে,
বন্ধু রে মোর, কাছের ভ্রমর,
নেই যে আমার পাশে।
আমার মনের ক্ষত,
উঠবে কি আর সেরে?
বন্ধু রে মোর, কাছের ভ্রমর,
কবেই গেছে ছেড়ে।
কাছের ভ্রমর লিরিক্স মৈত্রী চক্রবর্তী
Amar moner khotoUthbe ki aar sere
Bondhu re mon kacher vromor
Kobei geche chere
Amar namei joto praaner kotha sere
Bondhu re mon kacher bhromor
Kobei geche chere
Post a Comment