Doyaler Doya Jare Hoy (দয়ালের দয়া যারে হয়) Kishore Palash - Kishore Palash Lyrics


Singer Kishore Palash
Doyaler Doya Jare Hoy Song Is Sung by Kishore Palash. Music Composed by F A Sumon and Song Lyrics In Bengali Written by Pagol Hasan.

Song: Doyaler Doya Jare Hoy
Singer: Kishore Palash
Tune & Lyrics: Pagol Hasan
Music: F A Sumon
Label: Agniveena

Doyaler Doya Jare Hoy Song Lyrics In Bengali 

তুমি যত ভিন্ন বাসো মোরে
থাকো যদি হৃদমাঝারে,
যত ভিন্ন বাসো মোরে
থাকো যদি হৃদমাঝারে,
তবু ভালো এ সংসারে আছি জগৎময়
ঘোর নিদানে নিজ গুনে
লয় তরাইয়া লয়,
দয়ালের দয়া যারে হয়
ঘোর নিদানে নিজ গুনে
লয় তরাইয়া লয়।

আমার নবীর সঙ্গী তিন শতাধিক
ছিলেন উহুদ ময়দানে,
ঢাল তলোয়ার সুসজ্জিত সহস্রাধিক বেদীনে
নবীর দাঁত মোবারক শহীদ গুনে,
দাঁত মোবারক শহীদ গুনে
পাইলো মোহাম্মদী জয়,
ঘোর নিদানে নিজ গুনে
লয় তরাইয়া লয়,
দয়ালের দয়া যারে হয়
ঘোর নিদানে নিজ গুনে
লয় তরাইয়া লয়।

দয়াল রূপ হেরিতে নবী
মুসা হইলা দিওয়ানা,
ইঞ্চি নূরের তজ্জালিও
মাটি সৈতে পারলো না, আমার
মুসা নবী টের পাইলো না,
মুসা নবী টের পাইলো না
পাহাড় গলে সুরমা হয়
ঘোর নিদানে নিজ গুনে
লয় তরাইয়া লয়,
দয়ালের দয়া যারে হয়
ঘোর নিদানে নিজ গুনে
লয় তরাইয়া লয়।

নমরুদের আগুনে বাঁচাও
ইব্রাহিম খলিউল্লাহ,
মাছের পেটে ইউনুস নবীও
বাঁচা ও মরা দিওয়ানা, আমি
বুঝতে নারী অপার লীলা,
বুঝতে নারী অপার লীলা
পাগল হাসানের বিনয়
ঘোর নিদানে নিজ গুনে
লয় তরাইয়া লয়,
দয়ালের দয়া যারে হয়
ঘোর নিদানে নিজ গুনে
লয় তরাইয়া লয়।

দয়ালের দয়া যারে হয় লিরিক্স  কিশোর পলাশ 

TUmi joto vinno basho more
Thako jodi hridmajhare
Tobu valo e songsare achi jogotmoy
Ghor nidane nijo gune
Loy toraiya loy
Doyaler doya jare hoy



    Post a Comment

    Previous Post Next Post