Amar Shopne Dekha Rajkonna  (আমার স্বপ্নে দেখা রাজকন্যা) - Shyamal Mitra Lyrics



Amar Shopne Dekha Rajkonna Song Is Sung by Shyamal Mitra from Sagarika Bengali Movie. Starring: Uttam Kumar And Suchitra Sen. Music Composed by Robin Chatterjee And Amar Swapna Dekha Rajkanya Thake Lyrics In Bengali Written by Gauriprasanna Mazumder.

Song: Amar Shopne Dekha Rajkonna Thake
Movie: Sagarika
Singer: Shyamal Mitra
Music: Robin Chatterjee
Lyricist: Gauriprasanna Mazumder
Label: Saregama India Ltd

Amar Shopne Dekha Rajkonna Song Lyrics In Bengali 

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর তের নদীর পারে,
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর তের নদীর পারে,
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে,
সাত সাগরের পারে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে।

সে এক রূপ কথারই দেশ
ফাগুন সেথা হয়না কভু শেষ,
রূপ কথারই দেশ
ফাগুন সেথা হয়না কভু শেষ,
তারারই ফুল পাপড়ি ঝরায়
যেথায় পথের ধারে...
দেখে এলেম তারে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে,
সাত সাগর আর তের নদীর পারে
ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে,
সাত সাগরের পারে।

সে রূপ কথারই দেশে
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে,
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
সুর হয়ে তাই ঝরে আমার গানে।
তাই খুশির সীমা নাই
বাতাসে তার মধুর ছোঁয়া পাই,
তাই খুশির সীমা নাই
বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই,
জানিনা আজ হৃদয় কোথায়
হারায় বারে বারে...
সাত সাগরের পারে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে,
সাত সাগর আর তেরো নদীর পারে
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে,
সাত সাগরের পারে।

আমার স্বপ্নে দেখা রাজকন্যা লিরিক্স  শ্যামল মিত্র 

Amar Shopne Dekha Rajkanya Thake
Sat sagor aar tero nodir pare
Mayurponkhi bhiriye diye setha
Dekhe elem taare
Amar Swaopne Dekha Rajkanya Thake



    Post a Comment

    Previous Post Next Post