Sad Status In Bengali

Today I will show you Sad Status In Bengali Status of Bengali Broken Heart Sad, Quotes, Status of Social Media, Sms, Caption And Post. Whatsapp, Email, Instagram, Twitter Status Bengali Emotional. Here is some List of Best Broken Love Bengali Sad Status. Broken Your Heart In Love Feel free to post status on your profile on social media.

Sad Status In Bengali


আজ যদি Online থেকে
Offline এ হারিয়ে যাই আমি,
কাল হয়তো আমাকে কেউ আর খুঁজবে না।

পাথরের নীচে চাপা ঘাস
বিষাদের ফুল হয়ে ফোটে,
অযত্নে ফেলে রাখা প্রেম
একদিন বিষ হয়ে ওঠে।

শহর তোকে আশকারা দেয় খুব
তাইতো ওমন মিথ্যে করিস জেদ
একটাই তো দাম্পত্য কথা
তার ভিতরেও প্রচুর বিচ্ছেদ।

তোমায় নিয়েই স্মৃতির লড়াই জারি
জিতবো ভেবেও হারছি প্রতিবারই।
আমার আঙুল লিখছে যেন আড়ি
তুমিও ভীষণ জেদি, অহংকারী।

আমার ভুল হয়ে গেছে প্রিয়,
আমায় ক্ষমা করে দিও,
আমার রুক্ষ পথের পাশে
ছায়াবন এঁকে নিও।

এতো বেশি ভালোবেসেও
জানি নেই অধিকার,
তুমি বুকের কাছে রেখেছো
অভিমানের কাঁটাতার।

মধ্যরাতে ডাকলে দিও সাড়া
চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে পাড়া।
তুমিও একা ঘুমিয়ে আছো দূরে,
গান লিখেছো অভিমানের সুরে।

যদি আমি আর না থাকি
নাম ধরে না ডাকি,
করবি কি তুই তখন?
আর কাউকে পাবিনা এমন
ভালোবাসবে আমার মতন।

শেষের পরেও ভাবছি তাও
চাইছি শুরুর ডাক পাঠাও,
হাতটা ধরে বসবো নদীর তীরে
রাত পুড়ে যায় জ্যোৎস্না মাখা তাপে
চোখের পাতা তোমায় ভেবেই কাঁপে।

হারিয়ে ফেলা খুব সোজা
জড়িয়ে ফেলা নয়,
মানুষগুলো স্মৃতিতে পোড়ে
একাকীত্বে নয়।

যাকে ভালোবাসো
তাকে বেঁচে থাকতেই সুখ দিও,
কারন তাজমহল সারা পৃথিবী দেখলেও
মমতাজ দেখে নি।

যদি কমে যায় ভালোবাসা
আর বাড়ে দূরত্ব,
বুঝে নিও প্রয়োজনের বেশি
তুমি দিয়েছিলে গুরুত্ব।

যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনাদেনা,
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয়
নকল সোনা, সে জন সোনা চেনে না।

জ্বলে নিভে জোনাকী
দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি
কেমনে থাকি ভালো।

থাকলে কাছে কে আর বোঝে
কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে।

যে ঠকায় সে হয়তো চালাক
কিন্তু যে ঠকে সে বোকা নয়,
সে বিশ্বাসী।

তোমার আমার দূরত্ব সমানে সমান
তবু আজও আছে ভালোবাসা বহমান।

তুমি বদলে গেলেও
আমি ছেড়ে আসবো না,
আমি সেই আমিই আছি
কেন তা বিশ্বাস করোনা।

যে কলমের ঢাকনা হারিয়েছে
শক্ত করে আঁকড়ে ধরো তাকে,
সে কখনো তোমার ছিলোনা
আজও আপন ভাবো যাকে।

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে
আমায় দিতে পারো,
আমার ভালো লাগা, ভালোবাসা
তোমায় দেবো আরো,
তুমি হাতটা শুধু ধরো,
আমি হবো না আর কারো।

ছায়ার কাছে ঋণ বেড়ে যায়
যখন ফুরিয়ে আসে আলো,
পেয়ে হারিয়ে ফেলার চাইতে
একাই থাকা ভালো।

তুমি আসবে বলে
আজও চোখ দুটো তোমায় খোঁজে,
দুই প্ল্যাটফর্মের বুক চিরে ট্রেনের লাইন
আর আমি দাঁড়িয়ে ওভারব্রিজে।

সম্পর্ক যখন নতুন হয়
মানুষ তখন অজুহাত খোঁজে
কথা বলার জন্য,
আর সম্পর্ক যখন পুরোনো হয়ে যায়
তখন মানুষ অজুহাত দেখায়
এড়িয়ে যাওয়ার জন্য।

শরীরের বিনিময়ে যদি
ভালোবাসা যেত কেনা,
তাহলে প্রতিটা বেশ্যালয় হতো
ভালোবাসার শেষ ঠিকানা।

প্রতিশোধ নিতে অভ্যস্ত নোই আমি
বরাবরই শান্ত আমি স্বভাবে,
অপমান গুলো সযত্নে তুলে রাখি
সঠিক সময়ে ফেরত পাবে।

তার হাত কাটে না
কাঁচের জিনিস ভাঙে যে,
যে ভাঙা কাঁচ জোড়া দিতে চায়
প্রতিবার ক্ষত বিক্ষত হয় সে।

সবটা সেদিন সেখানেই শেষ হয়েছিলো
ফেরার সময় বলেছিলো - ভালো থাকিস,
মনের মাঝে কালো থমথমে মেঘ
তবুও বলেছিলাম - সাবধানে বাড়ি ফিরিস।

অল্প চেয়ে অল্প পাওয়া
এই নিয়েই ভালোবাসার জীবন,
বেশি চাহিদা অতৃপ্তি বাড়ায়
আলগা হয় খুশির বাঁধন।

এই শহরে আবেগের
জায়গা কেউ দেয় না
স্বার্থ ছাড়া ভেতর ঘরে
নামটা কেউ লেখে না।
Thanks for staying with us for a long time and visiting Sad Status In Bengali article. 
If you have any confusion or question about the বাংলা স্ট্যাটাস, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.

    Post a Comment

    Previous Post Next Post