Today I will show you Tui Ke Amar Lyrics This song by Keshab Dey Music Arranged by Tapas Roy Song Mix & Mastering by TR Production Studio.
Song: Tui Ke Amar
Vocal & Music: Keshab Dey (KD)
Lyrics: Keshab Dey & Badal Paul
Vox Dubb: Banti
Videography: Biplab Tubai Ghosh
Edit: Pallab Ghosh & Prabor Pro
Tui Ke Amar Song Lyrics In Bangla:
তোকে দিন দুপুরে দেখেও
যদি মন খারাপ বেশ হয়,
তবে বলতে হবে তুই কে আমার?
তোকে ভাবতে চেয়ে মনে
যদি প্রেম হতো কেমন হয়,
তবে অন্য কিছু ভাবছি ইশারায়।
বেহায়া মন কেন খোঁজে অকারণ তোকে
সাজানো গল্পেরা শুধু যে তোকেই ঘিরে
স্বপ্ন হাজার বুনে যাই ..
তোকে দিন দুপুরে দেখেও
যদি মন খারাপ বেশ হয়,
তবে বলতে হবে তুই কে আমার?
তবে বলতে হবে তুই কে আমার?
আমার জীবনে যা ছিলো সবই
না পাওয়া রূপকথা,
অজানা স্বপ্নেরই দেশে যেন
খুঁজি তোর ঠিকানা।
নিজেকে বুঝেছি নতুন করে তোমায় পেয়ে
অগোছালো দিন গুলো
চায় যেতে তোমার হতে
জেগে আছি রাত পাহারায়..
তোকে দিন দুপুরে দেখেও
যদি মন খারাপ বেশ হয়,
তবে বলতে হবে তুই কে আমার?
তবে বলতে হবে তুই কে আমার?
অল্প আলোতে মেঘেদের দেশে
চল উড়ে বেড়াই,
অজানা খামে সেই চেনা নাম
দেখে তোর চিঠি পাই।
জানিনা কিভাবে ক্ষনে ক্ষনে
সব ভুলে যাই,
হয়তো তোমারই কাছে
বারেবার যেতে চাই,
খুশির চাদর উড়ে যায়..
তোকে দিন দুপুরে দেখেও
যদি মন খারাপ বেশ হয়,
তবে বলতে হবে তুই কে আমার?
তোকে ভাবতে চেয়ে মনে
যদি প্রেম হতো কেমন হয়,
তবে অন্য কিছু ভাবছি ইশারায়।
বেহায়া মন কেন খোঁজে অকারণ তোকে
সাজানো গল্পেরা শুধু যে তোকেই ঘিরে
স্বপ্ন হাজার .বুনে যাই ..
তোকে দিন দুপুরে দেখেও
যদি মন খারাপ বেশ হয়,
তবে বলতে হবে তুই কে আমার?
তবে বলতে হবে তুই কে আমার?
তুই কে আমার লিরিক্স :
Toke din dupure dekheo
Jodi mon kharap besh hoy
Tobe bolte hobe tui ke amar
Toke vabte cheye mone
Jodi prem hoto kemon hoy
Tobe onno kichu vabchi isharay
Behaya mon keno khoje okaron toke
Sajano golpera shudhu je tokei ghire
Shopno hajar bone jai..
Thanks for staying with us for a long time and visiting Tui Ke Amar Lyrics article. If you have any confusion or question about the Tui Ke Amar Lyrics, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.
Post a Comment