Today I will show you Puran Jailkhana Lyrics. This song by Arman Alif This song is Bangladeshi song Enjoy This lyrics And Shere your family friends and social media
| Singer | Arman Alif |
| Singer | Riaz |
| Music | Sahriar Rafat |
| Song Writer | Riaz |
Puran Jailkhana Song Lyrics
ওই আমার পুরান জেলখানাতার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা,
তার মাঝেরে চোদ্দ সিকে আমার সীমানা।
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ইটের দেয়াল আমার সীমানা,
তার মাঝেরে দেয়াল ঘড়ি আমার ঠিকানা।
বাইরের ওই লাল-নীল বাতী চোখে পড়ে না
ভাই'বোন আর মা'বাবারেও কতদিন দেখিনা।
চাঁদের আলো চোখে পড়ে না
সুখের সাক্ষাৎ মন ভরে না,
চাঁদের আলো চোখে পড়ে না
সুখের সাক্ষাৎ মন ভরে না।
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা,
তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা।
জেলখানার ওই সেন্ট্রিচট আমারই সম্বল
এখন আমার সঙ্গী হইছে কাঁথা আর কম্বল।
মাসুদ রানা আর আসে না
আগের মতো আড্ডা জমে না,
বন্ধুবান্ধব আর আসেনা
আগের মতো আড্ডা জমে না।
ওই আমার পুরান জেলখানা
তার মাঝেরে ভাঙা ঘরে আমার ঠিকানা,
তার মাঝেরে দেয়াল ঘড়ি আমার সীমানা,
তার মাঝেরে চোদ্দ সিকে আমার সীমানা,
তার মাঝেরে পুরান ঘরে আমার ঠিকানা।
পুরান জেলখানা গানের লিরিক্স
Oi amar puran jailkhanaTar majhere vanga ghore amar thikana
Tar majhere choddo sike amar simana
Oi amar puran jail khana
Tar majhere iter dewal amar shimana
Tar majhere deyal ghori amar thikana
Thanks for staying with us for a long time and visiting Puran Jailkhana Lyrics article. If you have any confusion or question about the পুরান জেলখানা, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.

Post a Comment