Today I will show you Khoma Koro Lyrics This song by Anupam Roy Lyrics. This song is Bangladeshi song Enjoy This lyrics And Shere your family friends and social media
Khoma Koro Lyrics In Bangla
ক্ষমা করো আমি ভালো নেই...
ক্ষমা করো আমি ভালো নেই
এলোমেলো হয়ে গেছি,
যেন সব হারিয়েছি,
হে বসন্ত বিদায় ..
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি খুঁজে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই।
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো,
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো,
আমার কান্না শুনতে কি পাও?
দেখতে কি পাও কিছু বলো?
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই ..
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা,
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা,
এতটা পথ পেরিয়ে এসে
উঠোনে শুধু ঝরাপাতা।
ক্ষমা করো আমি ভালো নেই
এলোমেলো হয়ে গেছি,
যেন সব হারিয়েছি,
হে বসন্ত বিদায় ...
পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই,
ক্ষমা করো আমি ভালো নেই,
ক্ষমা করো আমি ভালো নেই...
ক্ষমা করো আমি ভালো নেই লিরিক্স
Khoma koro ami bhalo nei
Elomelo hoye gechi
Jeno sob hariyechi hey bosonto biday,
Pothe pore thaka mon kharap
Chupi chupi khuje ney nirbashon
Smriti tuku dhuye geche payer chaap
Mone pore jaay aaj kar shason
Khoma koro ami valo nei
Thanks for staying with us for a long time and visiting Khoma Koro Lyrics article. If you have any confusion or question about the ক্ষমা করো, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.
Post a Comment