তোমার আমার বিয়ে বল কে আর ঠেকায় লিরিক্স

Tomar Amar Biye Bolo Ke Ar Thekay Lyrics | Shoshurbari Jindabad 2 Lyrics
Singer Shoshurbari Jindabad 2
Music : তোমার আমার বিয়ে বল কে আর ঠেকায়
Singer : Imran,Liza
Lyric: Sudip Kumar Dip
Music: Imon Shaha
Movie: Shoshurbari Jindabad 2
Director : Debashish Bishwash
Cast : Apu Bishwash, Bappi

Tomar Amar Biye Bolo Ke Ar Thekay Lyrics in Bangali

তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়
শশুরমশাই একশো একাই নিজেই পথ দেখায়
তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়
শশুরমশাই একশো একাই নিজেই পথ দেখায়
তোমার স্বামী হবো, আঁচল জুড়ে রবো
তোমার স্বামী হবো, আঁচল জুড়ে রবো
এটাই বুঝি ছিল আমার ভাগ্য লেখায়
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও
ভাবিনি আগে তুমি এভাবে, ধরা দেবে নিজের জালে
যা হবার হবে শুরু তো সবে থাকো তোমার তালে
ভাবিনি আগে তুমি এভাবে, ধরা দেবে নিজের জালে
যা হবার হবে শুরু তো সবে থাকো তোমার তালে
অরে শশুর বাড়ি মধুর হাড়ি পাবো রে হায়
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও
সয়না দেরি আর চলোনা এবার করে ফেলি ফুলসজ্জা
তুমি না বড়ো জলদি তা করো, নাইকি তোমার কোনো লজ্জা
হে সয়না দেরি আর চলোনা এবার করে ফেলি ফুলসজ্জা
তুমি না বড়ো জলদি তা করো, নাইকি তোমার কোনো লজ্জা
আমি থাকবো পাশে ভালোবেসে দিলে গো সায়
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও
তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়
শশুরমশাই একশো একাই নিজেই পথ দেখায়
তোমার স্বামী হবো, আঁচল জুড়ে রবো
তোমার স্বামী হবো, আঁচল জুড়ে রবো
এটাই বুঝি ছিল আমার ভাগ্য লেখায়
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও



Post a Comment

Previous Post Next Post