Haste Dekho Gaite Dekho Lyrics

Haste Dekho Gaite Dekho
Singer Ayub Bachchu
Haste Dekho Gaite Dekho Song Is Sung by Ayub Bachchu Bengali Album Song. Hashte Dekho Lyrics In Bengali Written by Latiful Islam Shibli. Haste Dekho Gaite Dekho Female Version Cover Song Is Sung by Somlata Acharyya Chowdhury from Somlata And The Aces.

Song : Haste Dekho
Lead vocals & Lead Guitars : Ayub Bachchu
Lyrics : Latiful Islam Shibli
Drums : Ahsan Elahi Funty
Keyboards : Manam Ahmed
Percussion and Bass Guitars : Khayem Pearu

Haste Dekho Gaite Dekho Song Lyrics In Bengali 

হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।

বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।

আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোণে নোনা ছবি আঁকে,
আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি আঁধারের মতো নীরব,
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম ..
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।

আমার গানে আঁকা নির্ঘুম অনেক প্রহর
আমায় চেনে জোনাকি ছেড়ে নীরব শহর,
ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মোমের আঁচে,
আমার মাঝে আমি যেন শুধু লুকাই ..
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।

হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।

বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।

হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স - আইয়ুব বাচ্চু

Hashte dekho gaite dekho
Onek kothay mukhor amay dekho
Dekho na keu hasi sheshe nirobota
Bojhe na keu toh chinlo na
Khoje na amar ki betha
Chenar moto keu chinlo na, ei amake





    Post a Comment

    Previous Post Next Post