O Maa  (ও মা) 


Singer Iman Chakraborty | Durga Puja Song
O Maa Song Is Sung by Iman Chakraborty Durga Puja Song 2019. Music Composed by Shovan Ganguly And O Maa Tumi Raat Seshe Neel Jochonay Lyrics Written by Debarshi Sarkar. Music Arrangement by Amit Chatterjee.

Song Name: O Maa
Singer: Iman Chakraborty
Music: Shovan Ganguly
Lyrics: Debarshi Sarkar
Recorded By: Soumen Paul
Studio: Gaan Bajna
Cinematography & Direction: Subhadip
Video Edit : Sourodeep Chakravorty

O Maa Song Lyrics In Bengali 

হাতে রেখে হাত খুশি দিবারাত
ভালোবেসে কাছে এসো আজ,
মিশে গেছে শ্বাস, আকাশে বাতাস
উমা ঘরে ফিরেছে আবার।

ঘরে ঘরে আর আলোর বাহার
উৎসবে জেগেছে সময়,
ও মা.. ও মা..
তুমি রাত শেষে নীল জোছনায়,
ও মা.. ও মা..
তুমি ঘর ছেড়ে আর যেয়োনা।

আলো মাখা ভোর, প্রতিটি বছর
পুজো মানে খুশির হদিশ,
মায়া ঘেরা ভোর, ছোটরা আদর
বড়োরা জানেও স্নেহাশীষ।

পুরোনো প্রথায় ফিরে আসা যায়
উৎসবে মেতেছে হৃদয়..
ও মা.. ও মা..
তুমি দিন শেষে আসার আলো,
ও মা.. ও মা..
আজ প্রাণ ভরে গান শোনালো।

ঘন নীল-আকাশ, প্রাণ তারই কাশ
রূপকথা ঘেরা কিছুদিন,
পেঁজাতুলো মেঘ, হৃদয়ে আবেগ
এ পৃথিবী কতোটা রঙ্গীন।

হাওয়া ছুঁয়ে যায় নতুন জামায়
উৎসবে মেতেছে সময়...
ও মা.. ও মা..
তুমি ভরিয়ে রাখো এ মন
ও মা.. ও মা..
তাই ভরসা জাগায় ত্রিনয়ন,
ও মা.. ও মা..
তুমি রাত শেষে নীল জোছনায়,
ও মা.. ও মা..
তুমি ঘর ছেড়ে আর যেওনা।

ও মা লিরিক্স - ইমান চক্রবর্তী  পুজোর গান 

Haate rekhe haat khushi dibaraat
Valobeshe kache sho aaj
Mishe geche swash akashe batas
Uma ghore fireche abar
Ghore ghore aar aalor bahar
Utshobe jegeche somoy
O maa o ma
Tumi raat sheshe nil jochonay
O maa O maa
Tumi ghor chere aar jeyo na




    Post a Comment

    Previous Post Next Post