Megh Hole Mon Bikel Belay  (মেঘ হলে মন বিকেল বেলায়)  

Megh Hole Mon Bikel Belay by Srikanto Acharya

Singer Srikanto Acharya
Megh Hole Mon Bikel Belay Song Is Sung by Srikanto Acharya from Ghuri Bengali Album. Megh Hole Mon Song Lyrics In Bengali. This Is A Cloudy Day Special Bengali Song.

Song : Megh Hole Mon Bikel Belay
Singer : Srikanto Acharya
Label : Shemaroo Bengali Music

Megh Hole Mon Bikel Belay Song Lyrics In Bengali 

মেঘ হলে মন বিকেল বেলায়
একলা যেতাম মেঘের বাড়ি,
মেঘ হতো কাশ ফুলের দু'চোখ
বৃষ্টি কিন্তু খুব আনাড়ি, আনাড়ি
মেঘ হলে মন বিকেল বেলায়
একলা যেতাম মেঘের বাড়ি।

কিন্তু মনে মেঘ থাকে না
মেঘ ছাড়া আকাশ খালি,
বোতাম খোলা জানলা বুকে
বইছে হাওয়া শুধু শূন্যতারই।
মেঘ হলে মন বিকেল বেলায়
একলা যেতাম মেঘের বাড়ি।

মন খারাপের মেঘের গায়ে
আঁকছে আকাশ একলা ছবি,
মেঘ থেকে মেঘ শব্দে সুরে
গল্প সবই যন্ত্রণারই।

এখন আকাশ একলা থাকে
মেঘ নেই আর মেঘের বাড়ি,
বোতাম খোলা জানলা বুকে
বইছে হাওয়া তাই শূন্যতারই।
মেঘ হলে মন বিকেল বেলায়
একলা যেতাম মেঘের বাড়ি,
ও.. মেঘ হত কাশ ফুলের দু'চোখ
বৃষ্টি কিন্তু খুব আনাড়ি, আনাড়ি
মেঘ হলে মন বিকেল বেলায়
একলা যেতাম মেঘের বাড়ি,
একলা যেতাম মেঘের বাড়ি..

মেঘ হলে মন বিকেল বেলায় লিরিক্স  শ্রীকান্ত আচার্য 

Meh hole mon bikel belay
Ekla jetam megher bari
Megh hoto kash fuler duchokh
Brishti kintu khub anari
Kintu mone megh thake na
Megh chara akash khali
Botam khola janla buke
Boiche hawa shudhu shunnotari




    Post a Comment

    Previous Post Next Post