Uri Uri Baba  (উরি উরি বাবা) - Usha Uthup Bangla Song Lyrics

Uri Uri Baba Lyrics (উরি উরি বাবা) - Usha Uthup Bangla Song Lyrics

Uri Uri Baba Song Is Sung by Usha Uthup from Balidaan Bengali Movie. Starring: Tapas Pal, Nayana Das, And Rupali Ganguly. Music Composed by Bappi Lahiri And Prem Jegehe Amar Mone Uri Uri Baba Lyrics In Bengali Written by Pulak Bandyopadhyay.

Song: Uri Uri Baba
Movie: Balidaan
Singer: Usha Utthup
Lyrics: Pulak Bandyopadhyay
Music: Bappi Lahiri
Director: Anil Ganguly
Music Label: Venus Regional

Uri Uri Baba Song Lyrics In Bengali 

উরি, উরি বাবা
উরি উরি বাবা বা বা...

প্রেম জেগেছে আমার মনে
বলছি আমি তাই,
তোমায় আমি ভালোবাসি
তোমায় আমি চাই।

প্রেম জেগেছে আমার মনে
বলছি আমি তাই,
তোমায় আমি ভালোবাসি
তোমায় আমি চাই।
উরি, উরি বাবা ...
কি দারুণ।

কোথায় ছিলে দুষ্টু ছেলে
লুকিয়ে এতকাল,
হঠাৎ এসে চমকে দিলে
একি তোমার চাল।
কি সুন্দর হাসি তোমার
তাইগো মরে যাই,
তোমায় আমি ভালোবাসি
তোমায় আমি চাই
উরি, উরি বাবা...
কি দারুণ।

প্রেম জেগেছে আমার মনে
বলছি আমি তাই
তোমায় আমি ভালোবাসি
তোমায় আমি চাই।
উরি, উরি বাবা ...
কি দারুণ।

সারা শহর খুঁজে দেখি
আছে অনেক বোকা,
আরে তাদের দেবো পোস্ত বাটা
খেতে দেবো ধোঁকা, হায়।
তোমায় দেবো মিষ্টি কিছু
তোমায় যদি পাই,
তোমায় আমি ভালোবাসি
তোমায় আমি চাই,
উরি, উরি বাবা ...
কি দারুণ।
প্রেম জেগেছে আমার মনে
বলছি আমি তাই,
তোমায় আমি ভালোবাসি
তোমায় আমি চাই
উড়ি, উড়ি বাবা ..
কি দারুণ।

উরি উরি বাবা লিরিক্স  উষা উত্থুপ 

Prem jegeche amar mone bolchi ami tai
Tomay ami bhalobashi tomay ami chai
Uri uri baba ki darun
Kothay chile dustu chile lukiye etokal
Hotath ese chomke dile eki tomar chal



    Post a Comment

    Previous Post Next Post