Prakton Poem (প্রাক্তন) - Joy Goswami | Munmun Mukherjee Lyrics
Singer | Joy Goswami | Munmun Mukherjee |
Prakton Bengali Poem Recited by Munmun Mukherjee. Praktan Bengali Poem Is Written by Joy Goswami. Same Poem Bangla Kobita Abritti Recitation by Swagata Paul, Kathakoli Sharmistha, Priti Pandit And Many Various Artists In Their Own Way.
Poem Name : Prakton
Written by : Joy Goswami
Recited by : Munmun Mukherjee
Music Arranged by : Santanu Banerjee
Recrding & Mixing : Kaushik Som
Assist : Bilwatosh, Shiladitya
Violin : Ayan
Camera : Nilanjan
Edit : Soumyadip
Poem Name : Prakton
Written by : Joy Goswami
Recited by : Munmun Mukherjee
Music Arranged by : Santanu Banerjee
Recrding & Mixing : Kaushik Som
Assist : Bilwatosh, Shiladitya
Violin : Ayan
Camera : Nilanjan
Edit : Soumyadip
Prakton Poem Lyrics In Bengali
ঠিক সময়ে অফিসে যায়?ঠিক মতো খায় সকালবেলা?
টিফিনবাক্স সঙ্গে নেয় কি?
না ক্যান্টিনেই টিফিন করে?
জামা কাপড় কে কেচে দেয়?
চা করে কে আগের মতো?
দুগ্গার মা ক’টায় আসে?
আমায় ভোরে উঠতে হত
সেই শার্টটা পরে এখন?
ক্যাটকেটে সেই নীল রঙ টা?
নিজের তো সব ওই পছন্দ
আমি অলিভ দিয়েছিলাম
কোন রাস্তায় বাড়ি ফেরে?
দোকানঘরের বাঁ পাশ দিয়ে
শিবমন্দির, জানলা থেকে
দেখতে পেতাম রিক্সা থামল।
অফিস থেকে বাড়িই আসে?
নাকি সোজা আড্ডাতে যায়?
তাসের বন্ধু, ছাইপাঁশেরও
বন্ধুরা সব আসে এখন?
টেবিলঢাকা মেঝের ওপর
সমস্ত ঘর ছাই ছড়ানো
গেলাস গড়ায় বোতল গড়ায়,
টলতে টলতে শুতে যাচ্ছে
কিন্তু বোতল ভেঙ্গে আবার
পায়ে ঢুকলে রক্তারক্তি,
তখন তো আর হুঁশ থাকে না
রাতবিরেতে কে আর দেখবে।
কেন, ওই যে সেই মেয়েটা।
যার সঙ্গে ঘুরত তখন।
কোন মেয়েটা? সেই মেয়েটা?
সে তো কবেই সরে এসেছে,
বেশ হয়েছে, উচিত শাস্তি
অত কান্ড সামলাবে কে!
মেয়েটা যে গণ্ডগোলের
প্রথম থেকেই বুঝেছিলাম।
কে তাহলে সঙ্গে আছে?
দাদা বৌদি? মা ভাইবোন!
তিন কূলে তো কেউ ছিল না
এক্কেবারে একলা এখন।
কে তাহলে ভাত বেড়ে দেয়?
কে ডেকে দেয় সকাল সকাল?
রাত্তিরে কে দরজা খোলে?
ঝক্কি পোহায় হাজার রকম?
কার বিছানায় ঘুমোয় তবে
কার গায়ে হাত তোলে এখন
কার গায়ে হাত তোলে এখন?
প্রাক্তন বাংলা কবিতা - জয় গোস্বামী
আবৃত্তি : মুনমুন মুখার্জীThik somoye office e jaay?
Thik moto khay sokalbelay?
Tiffin box songge ney ki?
Na canteen e tiffin kore?
Jama kapor ke keche dey?
Chaa kore ke ager moto?
Post a Comment