Kon Gopone (কোন গোপনে) - Surangana | Brahma Janen Gopon Kommoti Lyrics
Kon Gopone Song Is Sung by Surangana Bandyopadhyay from Brahma Janen Gopon Kommoti Bengali Movie. Starring: Ritabhari Chakraborty and Soham Majumdar. Music Composed by And Kon Gopone Mon Pureche Lyrics In Bengali Written by Anindya Chattopadhyay.
Song: Kon Gopone
Movie: Brahma Janen Gopon Kommoti
Singer: Surangana Bandyopadhyay
Lyric & composition: Anindya Chattopadhyay
Musical arrangements: Rudraneel Chowdhury
Directed by: Aritra Mukherjee
Mixing & mastering: Debojit Sengupta
Label: WINDOWS
Kon Gopone Song Lyrics In Bengali
কোন গোপনে মন পুড়েছেবৃষ্টি থামার পরে,
আমার ভিতর ঘরে।
নয়ন কালো মেঘ জমালো
ঝিনুকের অন্তরে,
আমার ভিতর ঘরে।
কোমল ধানের শীষে
দুঃখরা যায় মিশে।
সুখ পাখি কার্নিশে
হারায় অগোচরে,
দিন খুঁজে যাই, দিন আসে না
রাত আসে রাত করে,
আমার ভিতর ঘরে।
অবুঝ চোখের তারায়
অন্ধ কাজল হারায়,
এক ফালি হাত বাড়ায়
শান্ত চরাচরে।
সোনার কাঁকন, কোন সে আপন
মুখ লুকায়ে প্রান্তরে,
আমার ভিতর ঘরে।
কোন গোপনে মন পুড়েছে
বৃষ্টি থামার পরে,
আমার ভিতর ঘরে,
আমার ভিতর ঘরে,
সে কি আমার ভিতর ঘরে।
কোন গোপনে লিরিক্স ব্রহ্মা জানেন গোপন কম্মটি
Kon gopone mon purecheBrishti thamar pore
Amar bhitor ghore
Noyon kalo megh jomalo
Jhinuker ontore
Amar vitor ghore
Komol dhaner shishe
Dukkhora jaay mishe
Post a Comment