Khuje Paabe Na Amake  (খুঁজে পাবে না আমাকে) - Somlata Lyrics



Khuje Paabe Na Amake Song Is Sung by Somlata Acharyya Chowdhury And Rap by Abhisu Rakshit. Music Arrangement, Keyboards Producer Sudipto Banerjee. Khuje Pabe Na Amake Lyrics Written by Abhisu.

Song Name: Khuje Paabe Na Amake
Singer: Somlata Acharyya Chowdhury
Rap & Lyrics: Abhisu Rakshit
Drums: Sambit Chatterjee
Recorded and Mixed by Sayan Ghosh
Mastered at HM Mastering by Huntley Miller
Shot, Edited & Directed by Somdeb Sengupta
Executive Producer: Abhishek Nona Bhattacharya
Produced by: Somlata And The Aces

Khuje Paabe Na Amake Song Lyrics In Bengali 

কি হবে? কে জানে?
আজ শব্দের ভিড়ে ভাবনা যায় পালিয়ে,
হারিয়ে,
ভেসে বেড়াই অজানা সুরের খোঁজে,
এভাবে,
দিশেহারা অস্থির আলোর রেষে
পাবে কে?
সময়ের কাঁটা দেবে যে ঘুরিয়ে।

যেখানে ডানা মেলে উড়ে যাই শেষে
সেখানে আসতে হলে যাও ঘুমের দেশে।..

খুঁজে পাবে না আমাকে
ধূসরিত বাস্তবে,
ভুলে যাও তবে নিজেকে
এই ক্লান্ত শহরে,
খুঁজে পাবে না আমাকে
ধূসরিত বাস্তবে,
ভুলে যাও যদি নিজেকে
দেখ দাঁড়িয়ে আমি তোমার পাশে।

রাতের এই, ফাঁদেতে
নেশাতুর জগৎ মাতাল কোন খেয়ালে,
দাঁড়িয়ে, দাঁড়িয়ে,
ছুটে বেড়াই কোন স্বপ্নের হাতছানিতে,
যার টানে, যার টানে
আমার মনের ধোঁয়ারা যায় মিলিয়ে
ডাকে কে, ডাকে কে?
আমার আমি স্বাধীন সেই প্রান্তরে।

যেখানে ডানা মেলে উড়ে যাই শেষে
সেখানে আসতে হলে যাও ঘুমের দেশে।...

খুঁজে পাবে না আমাকে
ধূসরিত বাস্তবে,
ভুলে যাও তবে নিজেকে
এই ক্লান্ত শহরে,
খুঁজে পাবেনা আমাকে
ধূসরিত বাস্তবে,
ভুলে যাও যদি নিজেকে
দেখ দাঁড়িয়ে আমি তোমার পাশে।

দাঁড়িয়ে আমি তোমার পাশে তবু
আছে একটাই কথাই বলার শুধু
তুমি খোঁজো যাকে নেই সে যে এখানে
শুধু আছি আমি ফেলে সব পিছনে
আজ পৃথিবীতে নেই কোনো চিন্তা
ডান্সফ্লোরে জেগে ওঠে এই দিনটা
সব এলোমেলো ভাবনার বাজারে
আবেগের খেলা চলে আলো আঁধারে
চেয়ে দেখো তুমি সবাই হারিয়ে যায়
কুয়াশার মাঝে হঠাৎ মিলিয়ে যায়
এই ঘোরে আর পারছিনা থাকতে
তুমি থাকো আমি চলি নিঃশব্দে।

খুঁজে পাবে না আমাকে
ধূসরিত বাস্তবে,
ভুলে যাও তবে নিজেকে
এই ক্লান্ত শহরে।
খুঁজে পাবেনা আমাকে...
ভুলে যাও যদি নিজেকে...


খুঁজে পাবে না আমাকে লিরিক্স সোমলতা আচার্য্য চৌধুরী 

Khuje pabe na amake
Dhushorito bashtobe
Bhule jao tobe nijeke
Ei klanto shohore
Khuje pabe na amake
Dhushorito bashtobe
Bhule jao jodi nijeke
Dekho dariye ami tomar pashe


    Post a Comment

    Previous Post Next Post