Ferate Parini (ফেরাতে পারিনি) - Runa Laila Lyrics
Ferate Parini Song Is Sung by Runa Laila New Bengali Song. Starring: Niloy Alamgir And Sallha Khanam Nadia. Music Composed by Raja Kaasheff And Pherate Parini Lyrics Written by Kabir Bakul.
Song Name: Ferate Parini
Vocal & Tune: Runa Laila
Lyrics: Kabir Bakul
Music: Raja Kaasheff
Director: Shahriar Polock
DOP: Nazmul Hasan
Label: Dhruba Music Station
Ferate Parini Song Lyrics In Bengali
ফেরাতে পারিনি আরতোমাকে এ ভালোবাসায়।
তবুও ফেরানো পথে
রয়েছি আশায় আশায়
ফেরাতে পারিনি আর
তোমাকে এ ভালোবাসায়।
যে যাবার সে চলে যাবে
ফেরাবো তাকে কিভাবে,
সে কথা ভেবে একাকী
শ্রাবনে দুচোখ ভাসায়।
ফেরাতে পারিনি আর
তোমাকে এ ভালোবাসায়।
বলোনা কি ভুল হয়েছে?
তবু মন সবই সয়েছে,
ফেরারী স্মৃতিরা এসে
প্রতিদিন কাঁদায় হাসায়।
ফেরাতে পারিনি আর
তোমাকে এ ভালোবাসায়।
তবুও ফেরানো পথে
রয়েছি আশায় আশায়
ফেরাতে পারিনি আর
তোমাকে এ ভালোবাসায়..
ফেরাতে পারিনি গানের লিরিক্স রুনা লায়লা
Ferate parini aar tomake e valobashayTobuo ferano pothe royechi ashay ashay
Pherate parini aar tomake e bhalobashay
Je jabar se chole jabe ferabo take kivabe
Se kotha vebe ekaki shrabone duchokh vashay
Bolona ki bhul hoyeche tobuo mon sobi soyeche
Ferari smritira ese protidin kaday hasay
Post a Comment