Daoni Amake Bholari Sujog Lyrics (দাওনি আমাকে ভোলারই সুযোগ) - Pijush Lyrics
Daoni Amake Bholari Sujog Song Is Sung by Pijush Das from The Bong Studio Originals. Music Composed by And Tobu Tumi Daoni Amake Tomake Volari Sujog Lyrics Written by Pijush Das. Music Arrangements by Dipesh Chakraborty. Mix And Master by Gautam Debnath.
Song Name : Daoni Amake Bholari Sujog
Vocal, Music & Lyrics : Pijush Das
Director : Krish Bose
Producer : The Bong Media
Edit & Color : Sanjoy Dasgupta
DOP : Subhajit Sil
Chief AD : Supayan Das
Label : The Bong Studio
Daoni Amake Bholari Sujog Song Lyrics In Bengali
তোমারই ঠিকানা খোঁজেএই চেনা শহর,
হেঁটেছি একাকী পথ
কেটেছে প্রহর।
জানি আমি আমাকে মনে রাখেনি
তোমার ওই দু'চোখ,
তবু তুমি দাওনি আমাকে
তোমাকে ভোলারই সুযোগ।
স্মৃতির অতলে, মন কথা বলে
তোমাকে নিয়ে,
বেখেয়ালে দিন, রাত কেটে যায়
তোমাকে নিয়ে।
সবারই অভিমত হাজারো থাকে
তবু স্মৃতি সুখ বেদনায় সাজানো থাকে।
ওরা জানেনা, কেউ তোমায় চেয়েছি কত
রোদ-জ্বলা আকাশে, মেঘেরই মতো।
ও ভাবে চেয়েও আমি সব পেয়েও
হারিয়ে ফেলেছি তোমাকে,
খুঁজেছি তোমাকে আমি আমারই কাছে
স্পর্শ তোমারই শরীরে জমানো আছে।
অনুভবে দেখি তোমাকে নিভিয়ে
আমার এ দু'চোখ,
কোনোভাবে দিই না আমাকে
তোমাকে ভোলারই সুযোগ।
স্মৃতির অতলে, মন কথা বলে
তোমাকে নিয়ে,
বেখেয়ালে দিন, রাত কেটে যায়
তোমাকে নিয়ে।
দাওনি আমাকে ভোলারই সুযোগ লিরিক্স
Tomari thikana khojeEi chena shohor
Hetechi ekaki poth
Keteche prohor
Jani ami amake mone rakheni
Tomar oi duchokh
Tobu tumi daoni amake
Tomake bholari sujog
Smritir otole mon kotha bole
Tomake niye
Bekheyale din raat kete jaay
Tomake niye
Sobari obhimot hajaro thake
Tobu smriti sukh bedonay sajano thake
Post a Comment