Chhayapoth  (ছায়াপথ) - The Bong Studio Originals | Riishav Lyrics



Chhayapoth Song Is Sung by Riishav from The Bong Studio Originals. Music Composed by Pijush. Chayapoth Song Lyrics Written by Pijush Das. Music Arrangements by Dipesh Chakraborty. Mix And Master by Gautam Debnath.

Song: Chhayapoth
Singer: Riishav
Music & Lyrics: Pijush Das
Director: Krish Bose.
Producer: The Bong Media
Edit & Color: Sanjoy Dasgupta
DOP: Subhajit Sil
Chief AD: Supayan Das.
Thumbnail Calligraphy: Santu Karmakar
Label: The Bong Studio

Chhayapoth Song Lyrics In Bengali 

যে ভালোবাসার মানুষরা আজও থমকে, যারা আজও সামলে নেয় রোজ, একদিন তারা ঠিক খুঁজে নেবে ছায়াপথ।

একলা আকাশ, থমকে দাঁড়ায়
নিঝুম শহর, তারায় তারায়
ঢেকে রাখে জনপথ, আলোয় আলোয়
কাটছে জীবন নির্দ্বিধায়, মন্দ ভালোয়।

তবুও জানিনা অকারণে,
কেন যে ভাঙে ঘুম, অভিমানে।

কেটে যায়, হেঁটে যায়
এ জীবন থামে না,
পিছু ডাক, কিছু তার আমরণ,
তবুও খুঁজে পায়, ছুটে যায়
ছুঁতে চায় ওই ছায়াপথ।

বেখেয়ালি, হেঁয়ালি ভুলে যায়
স্বপ্নেরা প্রতিবার হেরে যায়, ভেঙে যায়
তবুও খুঁজে পায়, ছুটে যায়
ছুঁতে চায় ওই ছায়াপথ, এ ছায়াপথ।

স্বপ্ন ভাঙার এই পৃথিবীতে যারা আজও স্বপ্ন আঁকড়ে থাকে, নামহীন সম্পর্কের ভিড়ে যারা আজও ডাকনামে ফিরে আসে বারবার, তারা আজও দাঁড়িয়ে একা ছায়াপথে।

কখন কিভাবে, পুরনো স্বভাবে
স্মৃতি পথে একা দাঁড়িয়ে,
পেয়েছি নতুন ঠিকানা
যা আমার অজানা,
দিগন্তে দু'হাত বাড়িয়ে।

জ্বলেনি রাতের জোনাকি
কবিতারা বাকি,
রয়ে গেছে মনের খেয়ালে।
আর আমি খুঁজেছি আমায়
তবু কেন থামায়,
ভাবনারা নতুন সকালে।

তবুও জানিনা অকারণে,
কেন যে ভাঙে ঘুম, অভিমানে।

কেটে যায়, হেঁটে যায়
এ জীবন থামে না,
পিছু ডাক, কিছু তার আমরণ,
তবুও খুঁজে পায়, ছুটে যায়
ছুঁতে চায় ওই ছায়াপথ।

ছায়াপথ লিরিক্স

Ekla akash thomke daray
Nijhum shohor taray taray
Dheke rakhe jonopoth aaloy aaloy
Katche jibon nirdidhay mondo bhaloy
Tobuo janina okarone
Keno je bhange ghum obhimane
Kete jaay hete jaay e nibon thame na
Pichu daak kichu taar amoron
Tobuo khuj paay chute jaay
Chutey chaay oi chayapoth



    Post a Comment

    Previous Post Next Post