Abar Konodin Lyrics (আবার কোনোদিন) - Habib Wahid Lyrics



Abar Konodin Song Is Sung by Habib Wahid Bangla Song. Tune And Music Composed by Habib Wahid. Song Lyrics In Bengali Written by Amita Karmoker.

Song Name: Abar Konodin
Vocal, Tune & Music: Habib Wahid
Lyrics: Amita Karmoker
Director & Cinematographer : Aditya Paul
Drone Operator: Debdip Chakraborty
Video Production: HW Productions

Abar Konodin Song Lyrics In Bengali 

আমি তো বারে বারে
তোমার আবদারে
হেরেছি নিজের কাছে।
দিয়েছি সব কিছু যেটুকু যায় দেওয়া
বাকিটা জমানো আছে।

আবার কোনোদিন সন্ধ্যা এলে নেমে
চলবো পায়ে পায়ে পথের শেষ ধারে
তোমার সাথেই যাবো থেমে,
তুমিও ভুল করে, অজানা পথ ধরে
আমার কাছে এসো চলে
ঝুম বৃষ্টিতে ভিজবো দুজনে,
হারাবো মেঘেদের দলে।

আমি তো বারে বারে
তোমার আবদারে
হেরেছি নিজের কাছে।

আসবো ফিরে ফিরে, ছুঁয়ে যাবো ধীরে
ফিরবো তোমারই মাঝে,
স্বপ্ন জড়ো করে স্বপ্নচারি ঘুমে
রইবো মেঘেদের ভাঁজে।
ক্ষতি কি বলো তাতে তোমায় ভেবে রাতে
দু'চোখ স্বপ্নে জড়াবে রংধনু হয়ে।

একটু তোমায় ছুঁয়ে গেলে
তুমিও ভুল করে অজানা পথ ধরে
আমার কাছে এসো চলে,
ঝুম বৃষ্টিতে ভিজবো দুজনে
হারাবো মেঘেদের দলে।

আমি তো বারে বারে
তোমার আবদারে
হেরেছি নিজের কাছে।
দিয়েছি সব কিছু যেটুকু যায় দেওয়া
বাকিটা জমানো আছে।

জানিনা এ মনের কথা গুলো
তোমার কাছে পৌঁছবে কিনা,
আমি শুধুই তোমায় অনুভব করে যাই
আর তোমায় না বলা কথা গুলো লিখে যাই।

আবার কোনোদিন লিরিক্স  হাবিব ওয়াহিদ 

Amito bare bare tomar abdare
Herechi nijer kache
Diyechi sobkichu jetuku jay deowa
Bakita jomano ache



    Post a Comment

    Previous Post Next Post