Thakile Doba Khana Lyrics
Today I will show you Thakile Doba Khana Lyrics This Folk Song by Kobiyal Gurudas Pal This song is Bangladeshi song Enjoy This lyrics And Shere your family friends and social media
Song: Thakile Doba Khana
Lyricist: Kobiyal Gurudas Pal
Vocal and banjo: Arkadeep Mishra
Guitar: Sayan Das
Drum and percussion - Deep Ghosh
Flute: Sushruta Goswami
Bass guitar: Sandip Sarkar
Acoustic guitar: Kumarjit Nath
Management, concept by : Tuhin Misra
Mixmaster by: Rahool Sarkar
Production: Cineglass Studio, Aditya Paul
Band: The Folk Diaryz

    Thakile Doba Khana Lyrics In Bangla:

    থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
    থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
    বাঘে হরিণে খানা একসাথে খাবে না
    স্বভাব তো কখনো যাবে না,
    ও মরি, স্বভাব তো কখনো যাবে না
    মরি, স্বভাব তো কখনো যাবে না।

    জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায়
    আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়,
    আরে জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায়
    আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়,
    আর ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়
    ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়
    হাতে না ধরিলে বস্তু কাটে উইপোকায়।

    পাতিকাক পুষে ঘরে
    যতই পড়াও না তারে,
    পাতিকাক পুষে ঘরে
    যতই পড়াও না তারে,
    সে শুধুই কা কা করে,
    সে শুধুই কা কা করে,
    কৃষ্ণ বলে না
    স্বভাব তো কখনও যাবে না,
    ও মরি, স্বভাব তো কখনো যাবে না।

    থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
    থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
    বাঘে হরিণে খানা একসাথে খাবে না
    স্বভাব তো কখনো যাবে না
    ও মরি, স্বভাব তো কখনো যাবে না
    মরি, স্বভাব তো কখনো যাবে না।।

    সাপের স্বভাব যেমন মারে
    বিষাক্ত ছোবল
    আর ছেলে-ছোকরার স্বভাব যেমন
    পাকায় গন্ডগোল,
    আরে সাপের স্বভাব যেমন মারে
    বিষাক্ত ছোবল
    আর ছেলে-ছোকরার স্বভাব যেমন
    পাকায় গন্ডগোল।

    আর বিড়ালেরই স্বভাব যেমন
    হাঁড়ির পানে চায়,
    বিড়ালেরই স্বভাব যেমন হাঁড়ির পানে চায়
    কখন শিঁকে পড়বে ছিঁড়ে তারই লালসায়।

    বুনো ওল খেলে পরে
    গলাটা কুট কুট করে,
    বুনো ওল খেলে পরে
    গলাটা কুট কুট করে,
    যেমন সিঁধেল চোরে ধরা পড়লে,
    যেমন সিঁধেল চোরে ধরা পড়লে
    কবুল করে না
    স্বভাব তো কখনো যাবে না
    ও মরি, স্বভাব তো কখনো যাবে না
    মরি, স্বভাব তো কখনো যাবে না।

    থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
    থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
    বাঘে হরিণে খানা একসাথে খাবে না
    স্বভাব তো কখনো যাবে না,
    ও মরি, স্বভাব তো কখনো যাবে না
    ও মরি, স্বভাব তো কখনো যাবে না
    মরি, স্বভাব তো কখনো যাবে না।

    থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা লিরিক্স :

    Thakile dobakhana hobe kochuripana
    Baghe horine khana eksathe khabe na
    Sovab toh kokhono jabe na
    Jole sovab jemon dhara nimnodike dhay
    Aguneri sobhab jemon sobkichu poray
    Charpokari sovab jemon rokto chuse khay
    Thanks for staying with us for a long time and visiting Thakile Doba Khana Lyrics article. 
    If you have any confusion or question about the থাকিলে ডোবাখানা, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.

    Post a Comment

    Previous Post Next Post