Today I will show you Kosto Beche Khai Lyrics This song by Tarun Munshi or nable man this song is Bangladeshi song Tokhon Ami Ei Shohore Koshto Beche Khai Cover Version Song Is Sung by Noble Man.
Song : Kosto Beche Khai
Originaly Sung by : Tarun Munshi
Cover by: Noble Man
Kosto Beche Khai Song Lyrics In Bangla
কেউ না জানুক মন তো জানে
মনের ও যে কষ্ট আছে,
সেই বেদনা লুকিয়ে রাখি
হাজার ছলনায়।
মানুষ বলেই জীবন খাতায়
ভুলের হিসেব পাতায় পাতায়,
দূরের থেকে ভালো সবিই
কাছে গেলে নাই,
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই,
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই।
ভালোবাসার নাম দিয়েছি আমি কান্না
অনায়াসে বয়ে আনে চোখে বন্যা,
আমার কাছে ভালোবাসা যেনো অন্ধকার
ভালোবাসা নকশী কাঁথা গোপন ও দ্বিধার,
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই।
যাকে খুঁজে হারিয়ে গেলাম গভীর অরণ্যে
যে পেচানো লতার মাঝে গেলাম জড়িয়ে,
ডেকেও যখন ডাক মেলেনা তখন ভাবে মন
হয়তো একটু পরের ক্ষণে আসবে প্রিয়জন,
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই।
কেউ না জানুক মন তো জানে
মনের ও যে কষ্ট আছে,
সেই বেদনা লুকিয়ে রাখি
হাজার ছলনায়।
মানুষ বলেই জীবন খাতায়
ভুলের হিসেব পাতায় পাতায়,
দূরের থেকে ভালো সবিই
কাছে গেলে নাই,
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই,
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই।
কষ্ট বেঁচে খাই লিরিক্স তরুণ মুন্সী :
Kau na januk mon toh jane
Moner o je kosto ache
Sei bedona lukiye rakhi
Hajar cholonay
Manush bolei jibon khatay
Bhuler hiseb patay patay
Durer theke valo sobi
Kache gele nai
Jokhon dekhi chaowa paowa shunnete milay
Tokhon ami ei shohore koshto beche khai
Thanks for staying with us for a long time and visiting Kosto Beche Khai Lyrics article. If you have any confusion or question about the কষ্ট বেঁচে খাই লিরিক্স, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.
Post a Comment