Deho Khacha Lyrics

Today I will show you Deho Khacha LyricsThis song Rajib Shah Bangla Folk Song Music Composed by S Ruhul And Somoy Thakte Dako Doyal Re Lyrics In Bengali Written by HP Hridoy.
  • Song: Deho Khacha
  • Singer: Rajib Shah
  • Lyrics: HP Hridoy
  • Tune & Music: S Ruhul
  • Label: Agniveena

Deho Khacha Song Lyrics Bangla


একদিন দেহ খাঁচা ছাড়িয়া

পাখি যাবে উড়িয়া,
দেহ খাঁচা ছাড়িয়া প্রাণখানি যাবে উড়িয়া
মাটির উপর শুন্য খাঁচা থাকবে যে পড়ে..
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে,
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে।

রঙ পালিশের দামি গাড়ি
আছে যত অর্থ কড়ি,
হবে যেদিন সমন জারি
ছাড়তে হবে ভবের বাড়ি।

আপন আপন কেউ কারো নয়
পুলসিরাতের আছেনি ভয়,
আপন আপন কেউ কারো নয়
পুলসিরাতের আছেনি ভয়,
মিছে মায়া কইরো না এই সংসারে..
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে,
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে।

বন্ধু বান্ধব মাতা পিতা
স্ত্রী পুত্র ভগ্নী ভ্রাতা,
মিছে ভাবো তাদের কথা
বুঝে না রে তোমার ব্যথা।

কেউ যাবে না তোমার সাথে
একলা একা যেতে হবে,
কেউ যাবে না তোমার সাথে
একলা একা যেতে হবে,
হিসাব তোমার চাহিবে উপরে..
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে

আপন স্বার্থে মত্ত হয়ে
যতই করো ছলাকলা,
ডুবিলে জীবন ভেলা
সাঙ্গ হবে রঙ্গমেলা।

হৃদয় করে তোমার আশা
দয়াল তুমি শেষ ভরসা,
হৃদয় করে তোমার আশা
দয়াল তুমি শেষ ভরসা,
তরাইও পড়িলে ফেরে..
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে।

দেহ খাঁচা লিরিক্স রাজীব শাহ 

Ekdin deho khacha chariya
Pakhi jabe uriya
Deho khacha chariya
praanpakhi jabe uriya
Matir upor shunno khacha thakbe je pori
O mono re somoy thakte dako dayal re
O mon re shomoy thakte dako dayal re
Rong paliser dami gari 
ace zoto orto kori
hobe zedin somon jari
carte hobe vaber bari
apon apon keu karo noy
pulsirater ace ni voy
apon apon keu karo noy
pulsirater ace ni voy
Thanks for staying with us for a long time and visiting Deho Khacha Lyrics article. If you have any confusion or question about the দেহ খাঁচা লিরিক্স, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.

    Post a Comment

    Previous Post Next Post