Otit Take Bakse Pure (অতীত টাকে বাক্সে পুরে)
Singer | Nachiketa Chakraborty |
Otit Take Bakse Pure Song Is Sung by Nachiketa Chakraborty. Featuring : Shuvo, Titli And Suman Mitra. Video Song Directed by And Otith Take Bakse Pure Sikei Tule Rakh Lyrics Written by Suman Mitra.
Song Name: Otith
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Composition: Suman Mitra
Direction: Suman Mitra
DOP: Amlan Mandal
Choreography: Gourav Das
Produced By: Suman Mitra
Edit, Colourist & Poster Design: DJ
Makeup: Dipu
Song Name: Otith
Singer: Nachiketa Chakraborty
Lyrics & Composition: Suman Mitra
Direction: Suman Mitra
DOP: Amlan Mandal
Choreography: Gourav Das
Produced By: Suman Mitra
Edit, Colourist & Poster Design: DJ
Makeup: Dipu
Otit Take Bakse Pure Lyrics In Bengali
অতীত টাকে বাক্সে পুরে শিখেয় তুলে রাখভবিষ্যতের স্বপ্ন গুলো একটু ভুলে থাক।
আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ,
আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ
নিজেকে ভাব রাজার রাজা আনন্দেতে নাচ।
মন রে আমার মন আর চিন্তা কি এখন
এই মুহূর্ত টাই বাঁচ বেঁচে নে জীবন।
জীবন টা ছোট বলেই হয়তো তাই এতো মহান
মনে রাখ আজকের দিন ঈশ্বরের ই একটাই দান।
সুখ দুঃখের কথা ভুলে কাজে কাজেই থাক,
সুখ দুঃখের কথা ভুলে কাজে কাজেই থাক
এই দিনটা ফিরে আসবে না আর এটাই জেনে রাখ।
মন রে আমার মন আর চিন্তা কি এখন
এই মুহূর্ত টাই বাঁচ বেঁচে নে জীবন।
বুদ্ধিমান হলে রে তোর প্রতিটা দিন নতুন জীবন
গেয়ে গান হাসি মুখে কাটিয়ে যানা প্রতিটা ক্ষণ।
ক্ষমতার বাইরে যা তোর তা নিয়ে ভাবিস না,
ক্ষমতার বাইরে যা তোর তা নিয়ে ভাবিস না
স্রোতে নেই তোর ডিঙা উজানে ভাসিস না।
মন রে আমার মন আর চিন্তা কি এখন
এই মুহূর্ত টাই বাঁচ বেঁচে নে জীবন।
অতীত টাকে বাক্সে পুরে শিখেয় তুলে রাখ
ভবিষ্যতের স্বপ্ন গুলো একটু ভুলে থাক।
আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ,
আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ
নিজেকে ভাব রাজার রাজা আনন্দেতে নাচ।
মন রে আমার মন আর চিন্তা কি এখন
এই মুহূর্ত টাই বাঁচ বেঁচে নে জীবন।
অতীত টাকে বাক্সে পুরে লিরিক্স নচিকেতা চক্রবর্তী
Otit ta ke bakshe pure sikey tule rakhVobishoter shopno gulo ektu bhule thak
Aajker ei diner jonno sudhui tui banch
Nijeke vab rajar raja anondete nach
Mon re amar mon aar chinta ki ekhon
Ei muhurto tai banch benche ne jibon
Post a Comment